জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Judge Court Job Circular 2022

জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Judge Court Job Circular 2022, Lakshmipur Job Circular 2022, লক্ষ্মীপুর জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,

লক্ষ্মীপুর জেলা জজ এর কার্যালয়ে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।  আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Judge Court Job Circular 2022 বের হয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলার জজ কোর্ট (সিরাজগঞ্জ, নেত্রকোণা, রংপুর, লক্ষ্মীপুর। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলjob Circular 2022

 

লক্ষ্মীপুর জেলা জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

লক্ষ্মীপুর জেলা জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

·              সংস্থা: অতিরিক্ত জেলা ও দায়রা জজ-এর কার্যালয়

·              বিজ্ঞপ্তি প্রকাশ: - ১৬ আগষ্ট ২০২২

·              ক্যাটাগরি: -৫

·              শূন্যপদের সংখ্যা: - ১৯

·              চাকরির ধরণ: সরকারি

·              আবেদন ফি: - -

·              আবেদন মাধ্যম: সরাসরি/ডাকযোগ

·              অনলাইনে আবেদন শুরু: - চলমান

·              আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২২


আরো পড়ুনজাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


বিস্তারিত পদ সমূহ দেখুন

 

পদের নাম: সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। শর্টহ্যান্ড স্পীড প্রতি মিনিটে বাংলা ৫০ ও ইংরেজি ৮০ শব্দ এবং টাইপিং এ প্রতি মিনিটে ২৫ ও ইংরেজি ৩০ শব্দের গতি।

বেতন স্কেল: ১১,০০০ ২৬,৫৯০ টাকা।

 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। শর্টহ্যান্ড স্পীড প্রতি মিনিটে বাংলা ৪৫ ও ইংরেজি ৭০ শব্দ এবং টাইপিং এ প্রতি মিনিটে ২৩ ও ইংরেজি ২৮ শব্দের গতি।

বেতন স্কেল:,০০ ,৬৮০ টাকা।

 

পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০ ,৯০ টাকা।

 

পদের নাম: জারীকারক

পদ সংখ্যা: টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,৫০০ ,০১০ টাকা।

 

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,৫০০ ,০১০ টাকা।

 

আবেদনকারীর বয়সসীমা

  • ১৬ অক্টোবর ২০২২ তারিখ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩০ বছর
  • মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর।
  • শারিরীক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৮-৩২ বছর।
  • বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

আবেদনের সময়সীমা

আবেদন শুরুর সময়: - চলমান

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২২ইং

জেলা জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন করার নিয়ম

  • চেয়ারম্যান, নিয়োগ ও বাছাই কমিটি এবং অতিরিক্ত, জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুর প্রার্থীকে আবেদন করিতে হবে।
  • প্রার্থীর স্বহস্তে লিগ্যাল সাইজের অফসেট পেপারে লিখিত আবেদনপত্রে প্রার্থীর

  1.  নিজ নাম
  2.  পিতার/স্বামীর নাম
  3.  মাতার নাম
  4. স্থায়ী ঠিকানা
  5. বর্তমান ঠিকানা
  6. জন্ম তারিখ
  7.  বয়স
  8. জাতীয়তা
  9. ধর্ম
  10. নিজ জেলার নাম
  11.  শিক্ষাগত যোগ্যতা
  12. অভিজ্ঞতা (যদি থাকে)ইত্যাদি।

  • আবেদন পত্রের সাঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করিতে হইবে।

1.   প্রথম শ্রেনির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসর্পোট সাইজের তিন কপি রঙ্গিন ছবি।

2.  শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ স্বরুপ সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।

3.  প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

4.  প্রার্থীর স্থানীয় পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/মেয়র/কমিশনার কর্তৃক জন্ম সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

  • চেয়ারম্যান, নিয়োগ ও বাছাই কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুর এর অনুকূলে 200/- পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
  • আবেদন পত্রের খামের উপর স্পষ্টভাবে বিজ্ঞপ্তির পদের ক্রমিক নম্বর সহ পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করিতে হইবে।
  • 9.5ইঞ্চি¬4.5 ইঞ্চি সাইজের অপর একটি খামের প্রাপকের অংশে প্রার্থীর ডাক ঠিকানা লিপিবদ্ধ করিয়া 12/- টাকার অব্যবহৃত ডাকটিকেটসহ খামটি আবেদনপত্রের সংঙ্গে সংযুক্ত করিয়া দিতে হবে। 

আপনি কি জজ কোর্ট-এ চাকরি করতে চান বা আপনি যদি বাংলাদেশের সকল জজ কোর্ট এর নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। আপনার যদি আবেদনের যোগ্যতা থাকে নির্দেশনা মোতাবেক আবেদন করে ফেলুন। আমরা বিজ্ঞপ্তিতে আবেদন করার সকল নিয়ম-কানুন, পদের নাম, পদের মোট সংখ্যা, বয়সসীমা, মাসিক বেতন স্কেল, আবেদনের মাধ্যমসহ আবেদন শুরু ও শেষ হওয়ার সময় উল্লেখ করে দিয়েছি। তারপরও অনাকাংখিত ভুল এড়ানোর জন্য নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখে নিন।

জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


সূত্রঃ দৈনিক মেঘনারপাড়

লক্ষ্মীপুর জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 
জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 
জজ কোর্ট নিয়োগ ২০২২ 
জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি 
নিয়োগ বিজ্ঞপ্তি জেলা জজ কোর্ট লক্ষ্মীপুর 
জেলা জজ কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 
লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি 
লক্ষ্মীপুর জেলার সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net