শেখ হাসিনা মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | shmct Job Circular 2022

শেখ হাসিনা মেডিকেল কলেজে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট  ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল

 


শেখ হাসিনা মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

·              সংস্থা: স্বাস্খ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

·              বিজ্ঞপ্তি প্রকাশ: - ১৩সেপ্টেম্বর ২০২২

·              ক্যাটাগরি: ১০টি

·              শূন্যপদের সংখ্যা: ২২টি

·              চাকরির ধরণ:  সরকারী

·              আবেদন ফি: ১১২/- ৫৬/-

·              আবেদন মাধ্যম: অনলাইন

·              অনলাইনে আবেদন শুরু: - ১৫ সেপ্টেম্বর ২০২২

·              আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর ২০২২ইং

 

আরো পড়ুন- SHNIYD Job Circular 2022

  

বিস্তারিত পদ সমূহ দেখুন

 

পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে।

বেতন স্কেল: ১২,৫০০৩০,২৩০ টাকা

গ্রেড: ১১

 

পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি)

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড: ১১

 

পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

গ্রেড: ১৪

 

পদের নাম: উচ্চমান সহকারী

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

গ্রেড: ১৪

 

পদের নাম: পরিসংখ্যানবিদ

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

গ্রেড: ১৪

 

আরো পড়ুন- bcc job circular 2022


পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

 

পদের নাম: ক্যাশিয়ার

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা।

বেতন স্কেল: ,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

 

পদের নাম: স্টোর কিপার

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

 

পদের নাম: টেক্সিডার্মিস্ট

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ,৮০০-২১,৩১০ টাকা

গ্রেড: ১৮

 

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ,২৫০-২০,০১০ টাকা

গ্রেড: ২০

 

আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://shmct.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

 আরো পড়ুন- SOPIRET Ngo Job Circular 2022

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরুর সময়: - ১৫ সেপ্টেম্বর ২০২২ইং
  • আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর ২০২২ইং

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

shmct.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

 

আবেদনকারীর বয়সসীমা

  • ০১/০৯/২০২২খ্রি: তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • তবে বীর মুক্তিযোদ্ধা পুত্র/কন্য এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়

অনলাইনে আবেদন করার নিয়ম

  • shmct.teletalk.com.bd ওয়েবসাইট Visit করুন।
  • আবেদন করতে হলে এবার আপনাকে Application Form (apply now) এ ক্লিক করতে হবে।
  • শেখ হাসিনা মেডিকেল কলেজ এর উল্লিখিত পদটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  • No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  • শেখ হাসিনা মেডিকেল কলেজ এর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।

  

Apply Click Here

 

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

উপরে উল্লেখিত ১-৮ নং পদের জন্য ১১২ টাকা ও ৯-১০ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটকে ২টি এসমএস এর মাধ্যমে টাকা অনাধিক ৭২ ঘন্টার মধ্যে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর পদ্ধতি নিচে দেওয়া হলো।

  • প্রথম SMS: SHMCT<স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
  • দ্বিতীয় SMS: SHMCT<স্পেস> Yes  <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

 

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

 


বিজ্ঞপ্তি ডাউনলোড



 

সূত্রঃ প্রথম আলো


Post Related Things: শেখ হাসিনা মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | shmct Job Circular 2022, শিক্ষা মন্ত্রণালয় চাকরি, bd govt jobs,bd govt job circular, job circular in Bangladesh, all jobs bd newspaper, ngo job circular, bd job news, chakrir khobor, bd govt chakrir khobor, engineering job in Bangladesh, job bangladesh 2022, job at Bangladesh, job circular in Bangladesh, job opportunities in Bangladesh, top jobs in Bangladesh, news paper jobs, bangladesh job news, job news Bangladesh, chakrir khobor, saptahik chakrir khobor, ajker chakrir khobor, chakrir potrika, ajker chakrir potrika, weekly job newspaper in bangladesh, recent job circular, bd job news com, job news bd, bd job news today, recent job circular in Bangladesh, bd job circular, চাকরির খবর ২০২২ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২ সরকারি, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url