RDRS Bangladesh Job Circular 2022| ngo job circular

বিডিআরএস শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩, ১৬ ও ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলbdjobs circular 2022



BDRS Jobs Circular 2022

 

·              সংস্থা: রংপুর দিনাজপুর রুরা সার্ভিস (RDRS) বাংলাদেশ

·              বিজ্ঞপ্তি প্রকাশ: -

·              ক্যাটাগরি: -

·              শূন্যপদের সংখ্যা: -

·              চাকরির ধরণ: Ngo

·              আবেদন ফি: - -

·              আবেদন মাধ্যম: অনলাইন

·              অনলাইনে আবেদন শুরু: - চলমান

·              আবেদনের শেষ সময়: 13, 16, 22 সেপ্টেম্বর ২০২২ইং



আরো পড়ুনপ্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  

বিস্তারিত পদ সমূহ দেখুন

 

পদের নাম: প্রকল্প সমন্বয়কারী (মূল্য চেইন উন্নয়ন)

পদ সংখ্যা: টি।

শিক্ষাগত যোগ্যতা: কৃষি বিজ্ঞানে ডিভিএম/পশুপালন/এমএস।

বেতন স্কেল: ৫৫,০০০/-

 

পদের নাম: ব্যবসা উন্নয়ন কর্মকর্তা (আইসিটি, অর্থ ও বাজার সংযোগ)

পদ সংখ্যা: টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স (বিবিএ সহ এমবিএ সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন)।

বেতন স্কেল: ৩০,০০০/-

 

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (লাইভস্টক মার্কেট ডেভেলপমেন্ট)

পদ সংখ্যা: টি।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

বেতন স্কেল: ৩০,০০০/-

 

পদের নাম: অর্থ, প্রশাসন ও প্রকিউরমেন্ট অফিসার

পদ সংখ্যা: টি।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স।

বেতন স্কেল: ২৫,০০০/-

 

পদের নাম: কারিগরী কর্মকর্তা (কৃষি/প্রাণিসস্পদ/ মৎস্য)

পদ সংখ্যা: অনিদিষ্ট

শিক্ষাগত যোগ্যতা: কৃষি/পশুপালন/ডিভিএম/ফিশারিজ-এ ন্যূনতম বিএসসি ডিগ্রীধারী এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Word, MS Excel, Power Point- এ দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৮,০০০/-

 

পদের নাম: ক্ষুদ্রঋণ সংগঠক

পদ সংখ্যা: অনিদিষ্ট

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম স্নাতক পাশ।

বেতন স্কেল: ১৮,০০০/-

 

পদের নাম: সহকারী কারিগরী কর্মকর্তা (কৃষি/প্রাণিসস্পদ/ মৎস্য)

পদ সংখ্যা: অনিদিষ্ট

শিক্ষাগত যোগ্যতা: পশুপালন/কৃষি বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০/-

 


আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://jobs.bdjobs.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

ngo job circular 2022

আবেদনের সময়সীমা

 আবেদন প্রক্রিয়া চলছে

আবেদনের শেষ তারিখ: ১৩, ১৬, ২২ই সেপ্টেম্বর পর্যন্ত


আরো পড়ুন- Milk Vita job circular

অনলাইনে আবেদন করার নিয়ম

  • নিচের লিংক Visit করুন।
  • রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস (RDRS) বাংলাদেশে উল্লেখিত পদ পেয়ে যাবেন।
  • আপনার পচন্দের উল্লেখিত পদের উপর ক্লিক করে আবেদন পত্র পেয়ে যাবেন।

 

 

Apply Click Here

 

 

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

ngo jobs circular


রংপুর দিনাজপুর রুরা সার্ভিস (RDRS) বাংলাদেশ

RDRS NGO 1972 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাছাড়া, সংস্থাটি দরিদ্র লোকদের তাদের দারিদ্র্য দূর করার জন্য ঋণ প্রদান করে। অধিকন্তু, RDRS প্রোগ্রামটি একটি সেক্টরাল তারপর ব্যাপক প্রচেষ্টায় বিকশিত হয়েছে। পূর্বে জেনেভা ভিত্তিক লুথেরান ওয়ার্ল্ড ফেডারেশন/বিভাগের জন্য বাংলাদেশ ফিল্ড প্রোগ্রাম, RDRS 1997 সালে একটি জাতীয় উন্নয়ন সংস্থায় পরিণত হয়। উপরন্তু, সংস্থার দৃষ্টিভঙ্গি হল একটি ন্যায়পরায়ণ এবং শান্তিপূর্ণ সমাজ যেখানে নাগরিকরা মর্যাদায় বসবাস করে, একটি টেকসই পরিবেশে দারিদ্র্য, দুর্দশা এবং অজ্ঞতা।


বিস্তরিতি বিজ্ঞপ্তি দেখুন-


 

সূত্রঃ rdrsbangla.net

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url