৬১ পদে মিল্কভিটা তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Milk Vita job circular
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
মিল্কভিটা তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
·
সংস্থা: মিল্কভিটা
·
বিজ্ঞপ্তি প্রকাশ: -০৪ সেপ্টেম্বর ২০২২
·
ক্যাটাগরি: ১১ টি
·
শূন্যপদের সংখ্যা: ৬১টি
·
চাকরির ধরণ: ফুলটাইম, সরকারী,
কোম্পানি
·
আবেদন ফি: - -
·
আবেদন মাধ্যম: অনলাইন
·
অনলাইনে আবেদন শুরু: - ০৫
সেপ্টেম্বর ২০২২
·
আবেদনের শেষ সময়: ০৪ অক্টোবর ২০২২ইং
আরো পড়ুন- উদ্দীপণ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিস্তারিত পদ সমূহ দেখুন
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (প্রাণী চিকিৎসক)
পদের সংখ্যা : ২০ জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম/ভেটেরিনারী সায়েন্স বিষয়ে চার বছরের গ্রাজুয়েট বা
সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (উৎপাদন/সমিতি/সিডিটি/পশু প্রজনন)
পদের সংখ্যা : ১৪ জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হতে পশু পালন/ডেইরী সায়েন্স/পশু প্রজনন বিষয়ে চার বছরের গ্রাজুয়েট
বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (তড়িৎ ও যান্ত্রিক)
পদের সংখ্যা : ৯ জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের গ্রাজুয়েট
বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (সিভিল)
পদের সংখ্যা : ১ জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের গ্রাজুয়েট
বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 0৯
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (আর্কিটেকচার)
পদের সংখ্যা : ১ জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের গ্রাজুয়েট
বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 0৯
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (পরিবহন)
পদের সংখ্যা : ২জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের গ্রাজুয়েট
বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
আরো পড়ুন- BOESL Korea Lottery Result 2022
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (সিএসই/এমআইএস)
পদের সংখ্যা : ১জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের গ্রাজুয়েট
বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (বিপণন)
পদের সংখ্যা : ৬জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মার্কেটিং/ব্যবস্থাপনা বিষয়ে চার বছরের গ্রাজুয়েট বা
সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন)
পদের সংখ্যা : ২জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে বিষয়ে চার বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (মাননিয়ন্ত্রণ)
পদের সংখ্যা : ৩জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে বিষয়ে চার বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী
ব্যবস্থাপক (নিরীক্ষা)
পদের সংখ্যা : ২জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্ষেত্রে বিষয়ে চার বছরের গ্রাজুয়েট বা সমমানের ডিগ্রি ।
গ্রেড: 09
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-
আরো পড়ুন- POPI Ngo Job Circular 2022
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://milkvita.teletalk.com.bd/home.php
এই ওয়েবসাইটে
গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- আবেদন শুরুর সময়: - ০৫ সেপ্টেম্বর ২০২২ইং
- আবেদনের শেষ সময়: ০৪ অক্টোবর ২০২২ইং
আবেদন সংক্রান্ত সকল তথ্য
milkvita.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
আরো পড়ুন- BMET Job Circular 2022
আবেদনকারীর সময়সীমা
০৫/০৯/২০২২খ্রি: তারিখে সর্বনিম্ন ১৮ বছর
থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা পুত্র/কন্য এবং শারীরিক
প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩১ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
(বয়স প্রমানের ক্ষেত্রে
এফিডেভিট গ্রহনযোগ্য নয়)
অনলাইনে আবেদন করার নিয়ম
- milkvita.teletalk.com.bd ওয়েবসাইট Visit করুন।
- আবেদন করতে হলে এবার আপনাকে Application Form (apply now) এ ক্লিক করতে হবে।
- বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডে উল্লিখিত পদটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
- No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
- বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডে চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
- উপরে উল্লেখিত পদের জন্য ১০০০ টাকা, ২টি এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দিবেন SMS এ। কিভাবে SMS করবেন? চলুন দেখি।
- প্রথম SMS: MILKVITA<স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
- দ্বিতীয় SMS: MILKVITA <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
সকল
জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে।
সূত্রঃ
মিল্ক ভিটা কি সরকারি
মিল্ক ভিটা ডিলার
মিল্ক ভিটা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
মিল্ক ভিটা চেয়ারম্যান
মিল্ক ভিটায় চাকরি
মিল্ক ভিটা অফিস
Milk vita Products
মিল্ক ভিটা সিরাজগঞ্জ
৬১ পদে মিল্কভিটা তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Milk Vita job circular
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড- (মিল্কভিটা) চাকরির বিজ্ঞপ্তি
চাকরির খবর
Milk Producers Milk Vita Job Circular 2022 www.milkvita.org.bd
মিল্কভিটা চাকরির খবর ২০২২
আরো পড়ুন- Fire Service Job Circular 2022