সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২| DSS Job Circular 2022

সমাজসেবা অধিদপ্তরে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট ৩০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। Somaj Seba Odhidoptor job 2022

 


সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

·              সংস্থা: সমাজসেবা মন্ত্রণালয়

·              বিজ্ঞপ্তি প্রকাশ: - ২২ সেপ্টেম্বর ২০২২

·              ক্যাটাগরি: -২

·              শূন্যপদের সংখ্যা: -

·              চাকরির ধরণ: সরকারি

·              আবেদন ফি: - -

·              আবেদন মাধ্যম: অনলাইন

·              অনলাইনে আবেদন শুরু: ০২ অক্টোবর ২০২২

·              আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২২


আরো পড়ুনজননিরাপত্তা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিস্তারিত পদ সমূহ দেখুন

 

পদের নাম: সাইকো-সোস্যাল কাউন্সেলর

পদ সংখ্যা: ২১ টি।

শিক্ষাগত যোগ্যতা: সাইকোলজি/ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর অথবা স্নাতক (সম্মান) ডিগ্রী।

বেতন: ৩৫,০০০ টাকা।

 

পদের নাম: শিশু সুরক্ষা সমাজকর্মী

পদ সংখ্যা: ২৮৭ টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।

বেতন স্কেল: ২৫,০০০ টাকা।

 

আবেদনকারীর বয়সসীমা

  • ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩৫ বছর
  • বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরুর সময়: - ০২ অক্টোবর ২০২২ইং
  • আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২২ইং

 সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 

আরো পড়ুন- brta Job Circular 2022

অনলাইনে আবেদন করার নিয়ম

  • cspb.teletalk.com.bd ওয়েবসাইট Visit করুন।
  • আবেদন করতে হলে এবার আপনাকে Application Form (apply now) এ ক্লিক করতে হবে।
  • সমাজসেবা অধিদপ্তরে এর উল্লিখিত পদটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  • No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  • সমাজসেবা অধিদপ্তর এর চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।

 

Apply Click Here

 

আবেদন ফি জমাদান পদ্ধতি


  • প্রথম SMS: CSPB<স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
  • দ্বিতীয় CSPB: MHAPSD<স্পেস> Yes  <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।


বিজ্ঞপ্তি ডাউনলোড

 





সূত্রঃ সমাজসেবা অধিদপ্তর

Post Related Things: সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ, সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022,  সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ ২০২২, সমাজসেবা অধিদপ্তর এর নিয়োগ, সমাজসেবা অধিদপ্তর এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট, সমাজসেবা অধিদপ্তর চাকুরী, সমাজসেবা অধিদপ্তর চাকুরী বিজ্ঞপ্তি, সমাজসেবা অধিদপ্তরে চাকরি ২০২২, সমাজসেবা অধিদপ্তরে চাকরির নিয়োগ, সমাজসেবা অধিদপ্তর জব, সমাজসেবা অধিদপ্তর জব সার্কুলার, সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার তারিখ, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url