বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২| bcc job circular 2022

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২| bcc job circular 2022, ডাক বিভাগে চাকরি, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োাগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরি

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর রাজস্ব খাতে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট  ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল

 


বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

·              সংস্থা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়

·              বিজ্ঞপ্তি প্রকাশ: - ১৬ সেপ্টেম্বর ২০২২

·              ক্যাটাগরি: টি

·              শূন্যপদের সংখ্যা: ১৫টি

·              চাকরির ধরণ:  সরকারী

·              আবেদন ফি: ১১২/- ও ৬২/-

·              আবেদন মাধ্যম: অনলাইন

·              অনলাইনে আবেদন শুরু: - সেপ্টেম্বর ২০২২

·              আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২২ইং

 

আরো পড়ুনFreelancing in Bangladesh| online earn money

  

বিস্তারিত পদ সমূহ দেখুন

 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১১,০০০ ২৬,৫৯০ টাকা।

 

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১১,০০০ ২৬,৫৯০ টাকা।

 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১০,২০০ ২৪,৬৮০ টাকা।

 

আরো পড়ুন- প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


পদের নাম: ক্যশিয়ার

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১০,২০০ ২৪,৬৮০ টাকা।

 

পদের নাম: ল্যাব সহকারী

পদ সংখ্যা: ০৫ টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

বেতন স্কেল:,০০০ ২১,৮০০ টাকা।

 

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ০৬ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন স্কেল:,২৫০ ২০,০১০ টাকা।

 

 bcc job circular 2022

আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://erecruitment.bcc.gov.bd/exam/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


  • আবেদন শুরুর সময়: - সেপ্টেম্বর ২০২২ইং
  • আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২২ইং


আবেদন সংক্রান্ত সকল তথ্য

erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

 

আবেদনকারীর সময়সীমা

  • ১/০৯/২০২২খ্রি: তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • তবে বীর মুক্তিযোদ্ধা পুত্র/কন্য এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩১ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়

 

Apply Click Here

 

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

উপরে উল্লেখিত ১-৪ নং পদের জন্য ১১২ টাকা ও ৫-৬ নং পদের জন্য ৬২ টাকা মোবাইল ব্যাংকিং (DBBL mobile Banking/bkash/nagad)-এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে। (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে।)

 আরো পড়ুন- Fire Service Job Circular 2022

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

  • ক্রমিক নং ১-৪ নং পদের জন্য মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শেরপুর, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও বরিশাল জেলা ব্যাতিত বাকী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  • ক্রমিক নং ৫ ও ৬ নং পদের জন্য মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, রাঙ্গামাটি, পাবনা, সিরাগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ও বরগুনা জেলা ব্যাতিত বাকী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  • তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 


বিজ্ঞপ্তি ডাউনলোড


 

সূত্রঃ bcc.gov.bd

Post Related Things: চাকরির খবর, চাকরির খবর ২০২২, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২২ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২ সরকারি, চাকরির খবর ২০২২, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net