পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | POPI Ngo Job Circular 2022

পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে (পপি) শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। আগ্রহীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।চাকরির বিজ্ঞপ্তি ২০২২

  


পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

  • সংস্থা: পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন(পপি)
  • বিজ্ঞপ্তি প্রকাশ: - ১৪ আগষ্ট ২০২২ইং
  • ক্যাটাগরি: টি
  • শূন্যপদের সংখ্যা: অনিদিষ্ট
  • চাকরির ধরণ: ফুলটাইম, বেসরকারী, এনজিও
  • আবেদন ফি: - -
  • আবেদন মাধ্যম: ডাকযোগ/কুরিয়ারে/সরাসরি
  • অনলাইনে আবেদন শুরু: - চলছে
  • আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২২ইং

  

আরো পড়ুন- NDP Job Circular 2022

 

বিস্তারিত পদ সমূহ দেখুন

 

পদের নাম : সহকারী কর্মসূচি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান

বেতন : ৪১,০১০/-

 

পদের নাম : শাখা ব্যবস্থাপক

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান

বেতন : ৩৭,৪৪৫/-

 

পদের নাম : সহকারী শাখা ব্যবস্থাক

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান

বেতন : ৩৫,৪১৫/-

 

পদের নাম : সিনিয়র মাঠ কর্মকর্তা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান

বেতন : ২৫,৫৭৩/-

 

পদের নাম : মাঠ কর্মকর্তা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান

বেতন : ২৪,০৮৮/-

POPI NGO Job Circular 2022


আবেদন শুরুর সময়: - চলমান

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২২ইং 

 

আবেদন করার নিয়ম

আবেদন প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (১ ও ২ নং পদের জন্য),

২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি,

এলাকার দুইজন গণ্যমান্য ব্যাক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং

আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর,

আবেদনপত্র আগামী ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ উপরের ঠিকানায়,

ডাকযোগ/কুরিয়ারে/সরাসরি পাঠাতে পারবেন।

 

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

 সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে।

 

 

বিজ্ঞপ্তি ডাউনলোড

 


সূত্রঃ পপি এনজিও


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url