বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২| NAVY Job Circular 2022
বাংলাদেশ
নৌবাহিনীতে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে
পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ
সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
·
সংস্থা: বাংলাদেশ নৌবাহিনী
·
বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ আগষ্ট
২০২২ইং
·
ক্যাটাগরি: নাবিক ও এমওডিসি
·
শূন্যপদের সংখ্যা: অনির্দিষ্ট
·
চাকরির ধরণ: ফুলটাইম, সরকারী
·
আবেদন ফি: - ২০০/-
·
আবেদন মাধ্যম: অনলাইন
·
অনলাইনে আবেদন শুরু: ১৭ আগষ্ট ২০২২ইং
·
আবেদনের শেষ সময়: ০৫
সেপ্টেম্বর ২০২২ইং
আরো পড়ুন-
MMS Job Circular 2022
বিস্তারিত পদ সমূহ দেখুন
নৌবাহিনীতে
আবেদনের যোগ্যতা
এই
সেকশন হতে আমরা জানবো যে নৌবাহিনীতে আবেদন করতে হলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা
থাকতে হবে।
শিক্ষাগত
যোগ্যতা:
শাখার নাম শিক্ষাগত যোগ্যতা
ডিই/ইউসি
(সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০
মেডিকেল এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০
পেট্রোলম্যন, রাইটার, ষ্টোর
ও এমওডিসি (নৌ) এসএসসি/সমমান, জিপিএ
৩.০০
কুক ও
স্টুয়ার্ড এসএসসি/সমমান, জিপিএ ২.৫০
টোপাস ৮ম শ্রেণী পাস
শারীরিক
যোগ্যতা:
শাখা উচ্চতা বুকের মাপ ওজন
সিম্যান ৫ ফুট ৬ ইঞ্চি
পেট্রোলম্যান ৫ ফুট ৮ ইঞ্চি ৩০থেকে ৩২ইঞ্চি বয়স ও উচ্চতা অনুযায়ী
অন্যান্য
শাখা ৫ ফুট ৪ ইঞ্চি
এমওডিসি(নৌ) ৫ ফুট
৬ ইঞ্চি
অন্যান্য যোগ্যতাঃ
বাংলাদেশ
নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু
যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে।
জাতীয়তা: বাংলাদেশী।
সাঁতার: অবশ্যই জানতে হবে।
বৈবাহিক
অবস্থা: অবিবাহিত হতে হবে।
বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে বয়স ১৭ – ২০ বছর হতে হবে। তবে এমওডিসি (নৌ) পদের বিপরীতে আবেদন করলে
বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে
পারবেন।
আবেদন শুরুর সময়: 17 আগষ্ট ২০২২ইং
আবেদনের শেষ সময়:
০5 সেপ্টেম্বর
২০২২ইং
আবেদন সংক্রান্ত সকল তথ্য
joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার নিয়ম
1.
joinnavy.navy.mil.bdওয়েবসাইট Visit করুন।
2.
আবেদন করতে হলে এবার উল্লেখিত
পদটির উপরে (apply
now) এ ক্লিক করতে হবে।
সূত্রঃ বাংলাদেশ নৌবাহিনী