পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে (পপি) শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। আগ্রহীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।চাকরির বিজ্ঞপ্তি ২০২২
National Development Programme NDP Job Circular 2022
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট ৪১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
দক্ষিণ কোরিয়া আবেদন লিংক | আবেদন করার যোগ্যতা | আবেদন করার নিয়মাবলী
আপনি যদি একজন কোরিয়া লটারি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইপিএস দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে জানতে হবে। নিচের অংশে আমরা তারিখ এবং সময় গুলো শেয়ার করেছি।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২| BIWTA job Circular 2022
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
বিকাশে অফিসার পদে চাকরির সু্যোগ
বিকাশ লিমিটেডে ‘অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। চাকরি প্রার্থীগণ আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিকাশ লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
বিভাগের নাম: ব্র্যান্ড
পদের নাম: অফিসার
পদসংখ্যা: ০১ জন
আবেদনের যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০১-০৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২২
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ফাইভ-জি | Samsung galaxy M53 5G
নতুন প্রযুক্তির স্মার্ট ডিভাইস বাজারে উন্মোচন করে প্রতিনিয়তই স্মার্টফোনপ্রেমীদের চমকে দিচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি–প্রতিষ্ঠান স্যামসাং। মিড থেকে হাই রেঞ্জ—প্রতিটি স্মার্টফোনের ক্যাটাগরিতেই স্যামসাং নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে।
এরই ধারাবাহিকতায়, মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দেশের বাজারে উন্মোচন করেছে মনস্টার সিরিজের গ্যালাক্সি এম৫৩ ফাইভ–জি। স্মার্টফোন দিয়ে যাঁরা গেম খেলতে ভালোবাসেন কিংবা যাঁরা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করে প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলেন বা যেসব স্মার্টফোন ব্যবহারকারী সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ ফিচারের ফোন ব্যবহার করতে চান, তাঁদের কথা বিবেচনা করেই প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এম৫৩ ফাইভ–জি ডিভাইস বাজারে এনেছে।
বিশাল ডিসপ্লে, অসাধারণ ক্যামেরা সেটআপ, দুর্দান্ত প্রসেসর আর শক্তিশালী ব্যাটারির এ ডিভাইসটি বাজারে উন্মোচনের পর স্মার্টফোনপ্রেমীদের নজর কেড়েছে। ক্রেতাদের এ স্বতঃস্ফূর্ত সাড়া ডিভাইসটিকে মিড রেঞ্জ ক্যাটাগরির অন্যান্য ফোন থেকে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।
ডিসপ্লে
স্যামসাং এম৫৩ ফাইভ–জি ডিভাইসে ৬.৭ ইঞ্চি এফএইচডি+সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির এ চমৎকার ডিসপ্লে দিয়ে ব্যবহারকারীরা অনায়াসেই স্বাচ্ছন্দ্যে কনটেন্ট উপভোগ করতে পারবেন। এমন একজন ব্যবহারকারী পাপিয়া সুলতানা, পড়ছেন দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ফোন ব্যবহার করে কনটেন্ট দেখার বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের সময় তিনি ফোন দিয়েই বিভিন্ন স্ট্রিমিং সাইট ব্যবহার করে কনটেন্ট উপভোগ করেন। স্যামসাং এম৫৩ ফাইভ–জি ডিভাইসের অসাধারণ ডিসপ্লে তার কনটেন্ট উপভোগের মাত্রাকে দ্বিগুণ করেছে। পাপিয়া তাই দারুণ খুশি।
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ফাইভ-জি
ব্যাটারি
ব্র্যান্ডটির নতুন এ ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রয়েছে। বিশেষ করে যাঁরা ফোনে গেম খেলতে পছন্দ করেন, তাঁদের জন্য এ ফোনটি একদম ‘পারফেক্ট চয়েস’। গেম খেলার জন্য ‘পারফেক্ট চয়েস’–এর এ ফোনটি ব্যবহার করছেন দেশের বহুজাতিক বায়িং প্রতিষ্ঠানে কর্মরত আরিফ। বিশ্ববিদ্যালয়জীবন থেকে তিনি গেম খেলতে ভীষণ পছন্দ করেন। বাসা থেকে তাঁর অফিস বেশ দূরেই। তাই অফিসে যাওয়া–আসার পথে তিনি ফোন ব্যবহার করে গেম খেলে থাকেন। এ জন্য তাঁর শক্তিশালী ব্যাটারির একটি ডিভাইসের প্রয়োজন ছিল। তাই বাজারে উন্মোচনের পর গেম খেলাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনে ফ্ল্যাগশিপ ডিভাইসের ফিচারসমৃদ্ধ ও শক্তিশালী ব্যাটারির এ ফোনটি কেনেন তিনি।
আরো পড়ুন- ইসলামের প্রচারণায় সলিডারিটি গেমস
প্রসেসর
স্যামসাংয়ের নতুন এ ডিভাইসটিতে রয়েছে ২.৪ গিগাহার্টজ অক্টাকোর ডাইমেনসিটি ৯০০০ ৬ এনএম প্রসেসর। উন্নত মানের এ প্রসেসরটি গেমারদের গেম খেলার বিষয়টিকে সমৃদ্ধ করবে। কারণ, ডিভাইসটির উন্নত প্রসেসর–এর ইন্টারফেসকে সিল্কি ও স্মুদ করেছে এবং এ প্রসেসর ডিভাইসটির অ্যাপের কার্যক্রমগুলোকে আরও দ্রুতগতিসম্পন্ন করেছে। ডিভাইসটিতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা
নিজেদের জীবনের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করতে কে না চায়? এই রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করতে উন্নত মানের ক্যামেরার জুড়ি মেলা ভার! ব্যবহারকারীদের ফোন ব্যবহার করে চমৎকার সব ছবি তোলার বিষয়টিকে নিশ্চিত করতে স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ফাইভ–জি ডিভাইসের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যদিকে ডিভাইসটির পেছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল (এফ১.৮) প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা। ডিভাইসটির ক্যামেরাগুলো দিয়ে দৃশ্যবস্তুকে পুঙ্খানুপুঙ্খভাবে ক্যামেরাবন্দী করা যাবে; পাশাপাশি এটি ক্রিস্প ও শার্প ছবির বিষয়গুলো নিশ্চিত করবে। নাইট মোডে ছবি তোলার ক্ষেত্রে এ ডিভাইসটি অনন্য। ডিভাইসটির ইন-বিল্ট ফটো এডিটিং ফিচার ইমেজে থাকা অপ্রয়োজনীয় অবজেক্টগুলো দূর করতে সহায়ক ভূমিকা রাখবে। ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা ও সেলফি ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ফোকে (৩০এফপিএস) ভিডিও রেকর্ড করতে পারবেন।
Samsung galaxy M53 5G
ডিজাইন
চমৎকার ডিজাইনসমৃদ্ধ একটি
ফোন ব্যবহারকারীর লাইফস্টাইলকে উন্নত করে। ক্লাসি ম্যাট ফিনিশসহ স্যামসাংয়ের এ ডিভাইসটি
তিনটি রঙে পাওয়া যাচ্ছে। এগুলো হলো কপার, ব্লু ও গ্রিন। অন্যদিকে এ ফোনটি বেশ হালকা, স্বাচ্ছন্দ্যেই হাতের তালুতে রাখা যায় এবং ডিসপ্লের সুরক্ষার
জন্য এতে গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে।
দাম
স্যামসাং এম৫৩ ফাইভ–জি ডিভাইসটি বাজারে ৪৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
হালে স্মার্টফোন মানুষের নিত্য অনুসঙ্গ ও লাইফস্টাইলে পরিণত হয়েছে। তাই বর্তমানে স্মার্টফোনপ্রেমীরা প্রতিনিয়ত নিত্যনতুন ও উদ্ভাবনী প্রযুক্তির ফোনের খোঁজ করেন। পাশাপাশি যাঁরা মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনে ফ্ল্যাগশিপ ফিচারের ছোঁয়া পেতে চান, তাঁদের জন্যই স্যামসাং তাঁদের মনস্টার সিরিজের গ্যালাক্সি এম৫৩ ফাইভ–জি ডিভাইসটি দেশের বাজারে নিয়ে এসেছে।
সূত্র: প্রথম আলো
ইসলামের প্রচারণায় সলিডারিটি গেমস
ইসলামের প্রচারণায় সলিডারিটি গেমস
খেলাধুলায় পিছিয়ে নেই মুসলমানরা। তারাও পারে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পদক প্রদান মঞ্চে নিজ দেশের জাতীয় সঙ্গীত বাজানোর উপলক্ষ তৈরি করতে। এই চিন্তা-চেতনা থেকেই ২০০৫ সালে যাত্রা শুরু ইসলামী সলিডারিটি গেমসের।
১৯৯৩ সালে ইরান প্রথম প্রবর্তন করে মহিলা ইসলামী গেমসের। সেখানে শুধু মহিলা ক্রীড়াবিদরাই অংশ নিতেন। মহিলাদের সাঁতারের সময় পুরুষরা নিষিদ্ধ ছিল। ওই মহিলা গেমস ২০০৫ সালে সর্বশেষ মাঠে গড়ায়। এরপর ইসলামী সলিডারিটি গেমস চালু হওয়ার পর বন্ধ হয়ে যায় মহিলা ইসলামী গেমস। তবে মহিলাদের ওই গেমসের মাধ্যমে ইসলামের বড়সড় একটা প্রভাব পড়তে শুরু করেছিল অংশগ্রহণকারীদের ওপর।
আরো পড়ুন- দক্ষিণ কোরিয়া লটারি ২০২২
বাংলাদেশে সবুরা খাতুন, হালিমা বিথী ও রহিমা যুথীদের দেখা গেছে ইরান থেকে মহিলা গেমস শেষ করে দেশে ফিরেও তারা হিজাব পরে চলাচল করছিলেন। তখন বাংলাদেশ দলের মহিলা কর্মকর্তা রাফিয়া আক্তার ডলি জানিয়েছিলেন, ইরানে গেমস চলাকালীন সময়ে আমাদের সবসময়ই হিজাব পরতে বলা হতো। মাথা থেকে কাপড় সরে গেলেই তারা টেনে ঠিক করে দিতো এবং বলতো-- খানম, দয়া করে মাথায় কাপড় দিন।
ইসলামিক একতা খেলা
২০০৫ সালের ইসলামী সলিডারিটি গেমসে মহিলা ক্রীড়াবিদরা নিষিদ্ধ থাকলেও এরপর থেকে ছেলে-মেয়ে সবার জন্যই উন্মুক্ত এই গেমস। তবে পোশাকে সেই ইসলামী রীতির কঠোরতা নেই। কেউ হিজাব পরেছে, কেউ বা পশ্চিমা ঢংয়ের কাপড় গায়ে লাগিয়েছে। পোশাকের ক্ষেত্রে স্বেচ্ছাসেবকরাও দুই ভিন্ন ধারায় বিভক্ত ছিল। কোনো কোনো মহিলা ভলেন্টিয়ারের মাথায় ছিল স্কার্ফ, কারো পুরো শরীর বোরকায় ঢাকা, কেউ বা খোলামেলা পোশাকের সাথে দেদারছে সিগারেট ফুঁকছে।
আরো পড়ুন-NAVY Job Circular 2022
মিশ্র কালচারের উপস্থিতি সত্ত্বেও মুসলিম দেশগুলোর এই গেমস কেন্দ্র করে ইসলামের প্রচারণা অব্যাহত রয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলিম ক্রীড়াবিদদের মধ্যে সৌহার্দ্য ও ভাতৃত্ববোধের জন্ম হচ্ছে। এই গেমসে মুসলমান ছাড়া অন্য ধর্মের ক্রীড়াবিদরাও লড়াই করছে। তাদের কাছেও পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য উগান্ডার কলিন্স উইলয়ামে মতে, ‘ইসলাম সবার জন্য। এর বিস্তার সর্বত্র। সারা বিশ্বেই ছড়িয়েছে ইসলাম। এটা শুধু মুসলমানদের জন্য নয়। সবার জন্যই হতে যাচ্ছে। সেই ধারা অনুসরণেই চলছে ইসলামী সলিডারিটি গেমস।’
উজবেকিস্তানের ফেন্সিং কোচ ভেনিজুয়েলার হোসে গ্রেগারিও। তার মতে, ‘এই গেমস ইসলামী দেশগুলোকে আরো ব্যাপক হারে খেলাধুলায় আসতে উৎসাহিত করছে।’
কোনিয়া গেমসে স্বর্ণজয়ী ইরানের সাবাগাতি মোহাম্মদ জানান, দেখুন অনেকগুলো মুসলিম দেশ এই গেমসে অংশ নিচ্ছে। আবার মুসলমানের সংখ্যা ৫০ শতাংশের অনেক কম এমন দেশও (গায়ানা, সুরিনাম, ক্যামেরুন) এই গেমসে দল পাঠাচ্ছে। এই গেমস কিন্তু সেইসব দেশেও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে।
পোশাকের বিধি-নিষেধের কারণে সৌদি আরব, ইরানসহ কিছু মুসলিম দেশ তাদের মহিলা ক্রীড়াবিদদের অলিম্পিক এবং এশিয়ান গেমসে পাঠাতো না। পরে পোশাকের শালীনতা বজায় থাকে এমন ডিসিপ্লিনে তারা মহিলাদের এই দুই গেমসে পাঠানো শুরু করে। এখন ইসলামী সলিডারিটি গেমস মুসলিম মেয়েদের আন্তর্জাতিক ইভেন্টে প্রতিনিধিত্ব করার মাধ্যমটা আরো প্রশস্ত করে দিয়েছে। সে সাথে মুসলিম খেলোয়াড়রা জানতে পারছে তাদের পারস্পরিক পারফরম্যান্সের মানদণ্ড।
ইসলামের এই পরোক্ষ প্রচারণার অংশ হিসেবেই ২০২৫ সালে প্রথমবারের মতো খৃস্টান সংখ্যাগরিষ্ঠ দেশে হতে যাচ্ছে ইসলামী সলিডারিটি গেমস। গেমসের ৬ষ্ঠ আসরের ভেন্যু ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডি। আফ্রিকান এই দেশটির জনসংখ্যার ৩০ শতাংশ মুসলমান। বাকিরা খৃস্টান। মুসলমানদের ২৭ শতাংশ সুন্নী, অবশিষ্টরা শিয়া।
উল্লেখ্য, এর আগে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সৌদি আরব, ইন্দোনেশিয়া ও আজারবাইজানে হয়েছিল ইসলামী সলিডারিটি গেমস। ২০০৯ ও ২০১০ সালে ইরান গেমসটির আয়োজন করতে পারেনি। আর তুরস্কের যে কোনিয়া শহরকে এবারের সলিডারিটি গেমসের ভেনু করা হয়, সেই কোনিয়াতে দেশটির বেশি সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের বাস।
সূত্র: নয়াদিগন্ত
দক্ষিণ কোরিয়া লটারি ২০২২| দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় | আবেদন করার নিয়ম
দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়, কোরিয়া লটারি ২০২২ কবে ছাড়বে এবং কিভাবে আবেদন করবেন-
দক্ষিণ কোরিয়া প্রতিবছর বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। EPS TOPIC এর আওতায় লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করে পরিক্ষার মাধ্যমে কর্মী বাছাই করে থাকে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২| NAVY Job Circular 2022
বাংলাদেশ
নৌবাহিনীতে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে
পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ
সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
·
সংস্থা: বাংলাদেশ নৌবাহিনী
·
বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ আগষ্ট
২০২২ইং
·
ক্যাটাগরি: নাবিক ও এমওডিসি
·
শূন্যপদের সংখ্যা: অনির্দিষ্ট
·
চাকরির ধরণ: ফুলটাইম, সরকারী
·
আবেদন ফি: - ২০০/-
·
আবেদন মাধ্যম: অনলাইন
·
অনলাইনে আবেদন শুরু: ১৭ আগষ্ট ২০২২ইং
·
আবেদনের শেষ সময়: ০৫
সেপ্টেম্বর ২০২২ইং
আরো পড়ুন-
MMS Job Circular 2022
বিস্তারিত পদ সমূহ দেখুন
নৌবাহিনীতে
আবেদনের যোগ্যতা
এই
সেকশন হতে আমরা জানবো যে নৌবাহিনীতে আবেদন করতে হলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা
থাকতে হবে।
শিক্ষাগত
যোগ্যতা:
শাখার নাম শিক্ষাগত যোগ্যতা
ডিই/ইউসি
(সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০
মেডিকেল এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০
পেট্রোলম্যন, রাইটার, ষ্টোর
ও এমওডিসি (নৌ) এসএসসি/সমমান, জিপিএ
৩.০০
কুক ও
স্টুয়ার্ড এসএসসি/সমমান, জিপিএ ২.৫০
টোপাস ৮ম শ্রেণী পাস
শারীরিক
যোগ্যতা:
শাখা উচ্চতা বুকের মাপ ওজন
সিম্যান ৫ ফুট ৬ ইঞ্চি
পেট্রোলম্যান ৫ ফুট ৮ ইঞ্চি ৩০থেকে ৩২ইঞ্চি বয়স ও উচ্চতা অনুযায়ী
অন্যান্য
শাখা ৫ ফুট ৪ ইঞ্চি
এমওডিসি(নৌ) ৫ ফুট
৬ ইঞ্চি
অন্যান্য যোগ্যতাঃ
বাংলাদেশ
নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু
যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে।
জাতীয়তা: বাংলাদেশী।
সাঁতার: অবশ্যই জানতে হবে।
বৈবাহিক
অবস্থা: অবিবাহিত হতে হবে।
বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে বয়স ১৭ – ২০ বছর হতে হবে। তবে এমওডিসি (নৌ) পদের বিপরীতে আবেদন করলে
বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে
পারবেন।
আবেদন শুরুর সময়: 17 আগষ্ট ২০২২ইং
আবেদনের শেষ সময়:
০5 সেপ্টেম্বর
২০২২ইং
আবেদন সংক্রান্ত সকল তথ্য
joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার নিয়ম
1.
joinnavy.navy.mil.bdওয়েবসাইট Visit করুন।
2.
আবেদন করতে হলে এবার উল্লেখিত
পদটির উপরে (apply
now) এ ক্লিক করতে হবে।
সূত্রঃ বাংলাদেশ নৌবাহিনী