বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

 অর্থ মন্ত্রণালয়ে, বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন করে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট  ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল



 

বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর  নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

 

 

এক নজরে সকল তথ্যাবলী

·              সংস্থা: অর্থ মন্ত্রণালয়, বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর।

·              বিজ্ঞপ্তি প্রকাশ:  মে ২০২২ইং

·              ক্যাটাগরি:  টি

·              শূন্যপদের সংখ্যা: ৩৬টি

·              চাকরির ধরণ: ফুলটাইম

·              আবেদন ফি: -

·              আবেদন মাধ্যম: অনলাইন

·              অনলাইনে আবেদন শুরু: ০১ জুন ২০২২ইং

·              আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২ইং



আরো পড়ুন-

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞিপ্তি-২০২২

বিআরটিসি’র নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২




ltuvat job circular 2022

 

 

বিস্তারিত পদ সমূহ দেখুন

 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ২৮টি
শিক্ষাগত যোগ্যতা : (১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

(২) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard aptitude Test এ উত্তীর্ণ হইতে হবে।

বেতন: ১২,৫০০-৩২,২৪০/-

 

পদের নাম: হিসাবরক্ষক

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি।

গ্রেড: ৯ম

বেতন: ১২,৫০০-৩২,২৪০/-

 

পদের নাম: উচ্চমান সহকারী

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : (১) অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

(২) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০/-

 

পদের নাম: ক্যাশিয়ার

পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০/-

 

পদের নাম: গাড়ী চালক

পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/সমমানের সার্টিফিকেট।

গ্রেড: ১৩তম

বেতন: ৯,০০-২২,৪৯০/-

 

পদের নাম: ডেসপাচ রাইডার/নোটিশ সার্ভার

পদ সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা : (১) অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

(২) মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স মোটরগাড়ী চালনায় অণূণ ৩ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৮,৮০০-২১,৩১০/-

 

 

আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http:// ltuvat.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

 

আবেদন শুরুর সময়: ১ মে ২০২২ইং
আবেদনের শেষ সময়: 30 জুন ২০২২ইং

 

Apply Click Here

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

 

ltuvat.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

 

অনলাইনে আবেদন করার নিয়ম

1.           ltuvat.teletalk.com.bd ওয়েবসাইট Visit করুন।

2.           আবেদন করতে হলে এবার আপনাকে Application Form (apply now) এ ক্লিক করতে হবে।

3.           বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর নিয়োগ বিজ্ঞপ্তি এ উল্লিখিত পদটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

4.           No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

5.           বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন করে চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

উপরে উল্লিখিত পদ সমূহের জন্য ১১২ টাকা জমা দিবেন। ফি জমা দিবেন SMS এ। কিভাবে SMS করবেন? চলুন দেখি।

প্রথম SMS: ltuvat <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

দ্বিতীয় SMS: ltuvat <স্পেস> Yes  <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

 

যে সকল জেলার প্রাথীগণের আবেদন করার প্রয়োজন নেই

মানিকগঞ্জ, মাদারীপুর, শেরপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল ও ঝালকাঠি জেলা।

(এতিম ও প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।)

 

বিজ্ঞপ্তি ডাউনলোড





 

সূত্রঃ ltuvat

 

[বিঃদ্রঃ আমাদের এই সরকারি/বেসরকারি চাকরির ওয়েবসাইটে সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে নিয়মিত প্রকাশ করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার ভাই বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।কিন্তু আপনাকে বিজ্ঞপ্তি দেখে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। আপনার যদি প্রতিদিন সকল প্রকার নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে আমাদের সাইট www.wikibangla.net নিয়মিত ভিজিট করুন অথবা ডাউনলোড করুন আমাদের অ্যাপ (ক্লিক) আমাদের এই বিজ্ঞপ্তি গুলো আপনার আত্মিয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। এত তারাও উপকৃতহবে।]

 

 

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net