বিআরটিসি’র নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২| Job Circular 2022

বিআরটিসি’র নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

 


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট  ৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল

 

বিআরটিসি’র  নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

 

এক নজরে সকল তথ্যাবলী

·              সংস্থা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন।

·              বিজ্ঞপ্তি প্রকাশ: ২৯ মে ২০২২ইং

·              ক্যাটাগরি: ১৪ টি

·              শূন্যপদের সংখ্যা: ৯৩টি

·              চাকরির ধরণ: ফুলটাইম

·              আবেদন ফি: ৫০০ ও ৩০০ টাকা

·              আবেদন মাধ্যম: অনলাইন

·              অনলাইনে আবেদন শুরু: ০১ জুন ২০২২ইং

·              আবেদনের শেষ সময়: ১৯ জুন ২০২২ইং



আরো পড়ুন-

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)



BARTC job circular 2022

 

 

পদের নাম: ক্রয় কর্মকর্তা

পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি।

গ্রেড:

বেতন: ২২,০০০-৫৩,০৬০/-

 

পদের নাম: সংযোগ কর্মকর্তা

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : সাংবাদিকতায় কমপক্ষে দ্বিতীয় শ্রেনীর স্নাতকোত্তর ডিগ্রী।

গ্রেড:

বেতন: ২২,০০০-৫৩,০৬০/-

 

পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রী

গ্রেড:তম

বেতন: ১২,৫০০-৩০,২৩০/-

 

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল/বৈদ্যুতিক)

পদ সংখ্যা: ১+১টি
শিক্ষাগত যোগ্যতা : সিভিল/বৈদ্যুতিক কর্মতত্বাবধান এবং রক্ষণাবেক্ষণে কমপক্ষে ০২ বৎসরের অভিজ্ঞাসহ কোন সিভিল/বৈদ্যুতিক প্রকৌশলে সনদ।

গ্রেড:তম

বেতন: ১২,৫০০-৩০,২৩০/-

 

পদের নাম: সার্ট লিপিকার

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক/সমমানের সার্টিফিকেট।

গ্রেড:তম

বেতন: ১১,০০০-২৬,৫৯০/-

 

পদের নাম: ইলেকট্রিশিলান (নির্মান)

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল /সমমানের সার্টিফিকেট।

গ্রেড: ১৪তম

বেতন: ১০,২০০-২৪,৬৮০/-

 

পদের নাম: প্রাককলনিক/এষ্টিমেটর (সিভিল)

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : সিভিল প্রকৌশলী সনদ।

গ্রেড: ১৫তম

বেতন: ৯,৭০০-২৩,৪৯০/-

 

পদের নাম: সহকারী নকসাকারী/ড্রফটসম্যান।

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।

গ্রেড: ১৫তম

বেতন: ৯,৭০০-২৩,৪৯০/-

 

পদের নাম: আমিন

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট

গ্রেড: ১৬তম

বেতন: ৯,৩০০-২২,৪৯০/-

 

পদের নাম: বিল সহকারী

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য উচ্চ মাধ্যমিক সনদ।

গ্রেড: ১৬তম

বেতন: ৯,৩০০-২২,৪৯০/-

 

পদের নাম: টেলিফোন অফারেটর

পদ সংখ্যা: টি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট

গ্রেড: ১৬তম

বেতন: ৯,৩০০-২২,৪৯০/-

 

পদের নাম: স্টোরম্যান

পদ সংখ্যা: ৩৭টি
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞানসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মোটরযান কোর্সে সনদ।

গ্রেড: ১৮তম

বেতন: ৮,৮০০-২১,৩১০/-

 

পদের নাম: পিওএল (পেট্রোলিয়াম ওয়েল এন্ড লুব্রিকেন্ট) এটেনডেন্ট

পদ সংখ্যা: ২৮টি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।

গ্রেড: ২০তম

বেতন: ৮,২৫০-২০,০১০/-

 

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

পদ সংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ।

গ্রেড: ২০তম

বেতন: ৮,২৫০-২০,০১০/-

 

আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brtc.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

 

আবেদন শুরুর সময়: মে ২০২২ইং
আবেদনের শেষ সময়: ১৯ জুন ২০২২ইং

 

Apply Click Here

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

 

brtc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

 

অনলাইনে আবেদন করার নিয়ম

1.           brtc.teletalk.com.bd ওয়েবসাইট Visit করুন।

2.           আবেদন করতে হলে এবার আপনাকে Application Form (apply now) এ ক্লিক করতে হবে।

3.           সড়ক পরিবহন ও মহাসদক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি এ উল্লিখিত পদটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

4.           No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

5.           সড়ক পরিবহন ও মহাসদক বিভাগের চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

উপরে উল্লিখিত ১ হতে নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবং ১৪ নং পদের জন্য ৩০০ টাকা জমা দিবেন। ফি জমা দিবেন SMS এ। কিভাবে SMS করবেন? চলুন দেখি।

প্রথম SMS: BRTC <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

দ্বিতীয় SMS: BRTC <স্পেস> Yes  <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

 

যে সকল জেলার প্রাথীগণের আবেদন করার প্রয়োজন নেই

ক্রমিক নং ১২ ফিরোজপুর জেলা ও ক্রমিক নং ১৪নং এর জন্য মাদারীপুর,ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম জেলা ব্যতিত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং অন্যান্য ক্রমিক নং এ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

(এতিম ও প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।)

 

বিজ্ঞপ্তি ডাউনলোড



 

সূত্রঃ BRTC

 

 

[বিঃদ্রঃ আমাদের এই সরকারি/বেসরকারি চাকরির ওয়েবসাইটে সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে নিয়মিত প্রকাশ করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার ভাই বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।কিন্তু আপনাকে বিজ্ঞপ্তি দেখে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। আপনার যদি প্রতিদিন সকল প্রকার নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে আমাদের সাইট www.wikibangla.net নিয়মিত ভিজিট করুন অথবা ডাউনলোড করুন আমাদের অ্যাপ (ক্লিক) আমাদের এই বিজ্ঞপ্তি গুলো আপনার আত্মিয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। এত তারাও উপকৃতহবে।]

 

 

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net