মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয়ই মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে প্রেরণ করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
মৎস ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
এক নজরে সকল তথ্যাবলী
·
সংস্থা: মৎস ও প্রাণিসম্পদ তথ্য
দপ্তর
·
বিজ্ঞপ্তি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ইং
·
ক্যাটাগরি: ৭টি
·
শূন্যপদের সংখ্যা: ২৬টি
·
চাকরির ধরণ: ফুলটাইম
·
আবেদন ফি: -
·
আবেদন মাধ্যম: ডাকযোগে
·
অনলাইনে আবেদন শুরু:
·
আবেদনের শেষ সময়: ০৬ জুন ২০২২ইং
আরো পড়ুন-
সরকারী কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি BOESL Job Circular 2022
জীবন বীমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
motso o prani sompod totho doptor job circular 2022
এক নজরে বিস্তারিত বিজ্ঞপ্তি
পদের নাম: চিত্রশিল্পী
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা
: (ক) কোন স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে
স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোন
স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফাইন আর্টস বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা
সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি বা ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি এবং
(খ)
তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ১২ম
বেতন: ১১,৩০০-২৭,৩০০/-
পদের নাম: অডিও
ভিজ্যুয়াল কর্মকর্তা
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা
: (ক) কোন স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে
স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ)
অডিও ভিজ্যুয়াল কাজের ক্ষেত্রে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং
(গ)
তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ১৩ম
বেতন: ১১,৩০০-২৭,৩০০/-
পদের নাম: সহকারী
চিত্রশিল্পী
পদ সংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা
: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়
বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে অন্যূন
দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি বা ডিপ্লোমা বা
সমমানের ডিগ্রি এবং
(খ)
তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ১৩ম
বেতন: ১১,০০০-২৬,৫৯০/-
পদের নাম: অডিও
ভিজ্যুয়াল ইউনিট অপারেটর
পদ সংখ্যা: ০৬টি
শিক্ষাগত যোগ্যতা
: (ক) কোন স্বীকৃত বোর্ড
হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উর্ত্তীণ
(খ)
কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ৩৫ এমএম ও ১৬ এমএম
প্রজেক্টর,এমপ্লিফায়ার, পিএ সেট, জেনারেটর পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও বৈধ
ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত।
(গ)
সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং
(ঘ)
তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা।
গ্রেড: ১৪ম
বেতন: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: অফিস
সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা
: (ক) কোন স্বীকৃত বোর্ড
হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উর্ত্তীণ
(খ)
কম্পিউটার ব্যবহারে দক্ষতা
(গ)
কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন
গতি যথা- বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ হইতে হবে।
গ্রেড: ১৬ম
বেতন: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: গাড়ী
চালক
পদ সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা
: (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে
জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষঅয় উর্ত্তীণ
(খ)
ড্রাইভিং লাইসেন্স: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স
(গ)
অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রধিকার পাইবে।
গ্রেড: ১৬ম
বেতন: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: অফিস
সহায়ক
পদ সংখ্যা: ১৪টি
শিক্ষাগত যোগ্যতা
: কোন স্বীকৃত বোর্ড হইতে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ।
গ্রেড: ২০ম
বেতন: ৮,২৫০-২০,০১০/-
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র
আগামী ০৫/০৬/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে উপ-পরিচালক, মৎস্য ও প্রণিসম্পদ তথ্য দপ্তর, বিএফডিসি ভবণ, ২৩-২৪ কারওয়ান
বাজার, ঢাকা। এর বরাবরে অফিস চলাকালীন সময়ে পৌঁচাতে হবে। আবেদনপত্র অবশ্যই
ডাকযোগে প্ররণ করতে হবে। সরাসরী বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদন শুরুর সময়: চলমান
আবেদনের শেষ সময়:
০৬
জুন ২০২২ইং
আবেদন ফি জমাদান পদ্ধতি
উপ-পরিচালক,
মৎস্য ও প্রণিসম্পদ তথ্য দপ্তর, বিএফডিসি ভবণ, ২৩-২৪ কারওয়ান বাজার, ঢাকা বরাবরে কোড নং
১-৪৪৩৭-০০০০-২০৩১ তে ক্রমিক নং ১-৬ এর জন্য ১০০ টাকা এবং ক্রমিক নং ৭ এর জন্য ৫০
টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিয়ে ট্রেজারী চালানের মূল কপি আবেদনে সাথে
সংযুক্ত করতে হবে।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না
১-৬ নং ক্রমিক এর জন্য জামালপুর, শেরপুর,
নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, নরসিংদী, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর,
নওগাঁ, চাঁপাইনবাবগঞ্, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, বরিশাল,
ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝিনাইদহ।
৭ নং ক্রমিক এর জন্য শরিয়তপুর, মুন্সীগঞ্জ,
চাঁদপুর, রাজশাহী ও বরিশাল।
তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ
আবেদন করতে পারবেন।
সূত্রঃ মৎস ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন