বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। সাধারণ আনসার নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে ১৩ মে ২০২২ তারিখে। নতুন এ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 15 মে 2022 তারিখ হতে। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন ফরম পূরণ করার নিয়ম বিস্তারিত সহকারে জেনে নেই। সকল তথ্য বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ সার্কুলার ২০২২ হতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
এক নজরে সকল তথ্যাবলী
·
সংস্থা: বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন
·
বিজ্ঞপ্তি প্রকাশ: ১৩ মে
২০২২ইং
·
ক্যাটাগরি: ১টি সাধারণ আনসার
·
শূন্যপদের সংখ্যা: নিদিষ্ট নয়
·
চাকরির ধরণ: ফুলটাইম
·
আবেদন ফি: ২০০ টাকা
·
আবেদন মাধ্যম: অনলাইন
·
অনলাইনে আবেদন শুরু: ১৫ মে
২০২২ইং
·
আবেদনের শেষ সময়: ২১ মে ২০২২ইং
আরো পড়ুন-
bangladesh ansar VDP job circular 2022
আনসার
ব্যাটালিয়ন আবেদন যোগ্যতা
বয়স: ১৫ মে ২০২২
তারিখে সকল প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম এবং ৩০ বছরের
বেশী বয়সী কোন প্রার্থী আবেদন করতে পারবেন না।
বৈবাহিক অবস্থা: বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র জেএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা : (ন্যূনতম)
- উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
- বুকের মাপ: ৩০/৩২ ইঞ্চি
- দৃষ্টিশক্তি: ৬/৬
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ansarvdp.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে
পারবেন।
আবেদন শুরুর সময়: ১৫ মে ২০২২ইং
আবেদনের শেষ সময়:
২১ মে
২০২২ইং
আবেদন সংক্রান্ত সকল তথ্য
http://ansarvdp.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে সকল আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার নিয়ম
১। প্রথমে ansarvdp.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করুন।
২। সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন অপশন-এ ক্লিক করুন।
৩। সাধারণ আনসার অপসনে ক্লিক করুন।
৪। আবেদন করুন অপশনে ক্লিক করুন।
৫। এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করুন।
(উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে প্রার্থী একটি রেফারেন্স আইডি (Referrence ID) পাবেন। এই রেফারেন্স আইডি এবং অনলাইনে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখুন।)
সূত্রঃ বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন
© Notice 24x7
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন