বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি নিয়োগ সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯৯ তম ব্যাচে বিজিবির সিপাহী (জিডি) পদে যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। যে কোন বিভাগ হতে এইচএসসি পাশ করলে আপনিও বাংলাদেশ বডার গার্ড এ যোগ দিতে পারবেন। আবেদন শুরুর তারিখ 26 মে 2022। আবেদন যোগ্যতা, আবেদন করার নিয়ম এবং বিজিবি সম্পর্কে সকল তথ্য বিস্তারিতসহ এই পোস্টে আলোচনা করা হয়েছে।
|
আরোও পড়ুন
আবেদন সম্পর্কিত সকল তথ্য
বিজিবি সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য এই সেকশন থেকে জানতে পারবেন।
আবেদনের সময়সীমা
আবেদন করতে পারবেন আগামীকাল ২৬ মে ২০২২ তারিখ হতে। আবেদনের শেষ সময় ০৪ জুন ২০২২ তারিখ। আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের বর্ণিত সময়সীমার মধ্যে আবেদন করতে আহবান করা যাচ্ছে।
চাকরির যোগ্যতা
বিজিবিতে চাকরির জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক চলুন তা জেনে নেই।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
বয়স: ১১ নভেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ১২ নভেম্বর ১৯৯৯ হতে ১১ নভেম্বর ২০০৪ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
পরীক্ষা | |
এসএসসি (SSC) বা সমমান-3.00 GPA | |
এইচএসসি (HSC) বা সমমান-2.50 GPA |
শারীরিক যোগ্যতা(ন্যূনতম):
বিবরণ | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি | ৫ ফুট ২ ইঞ্চি |
ওজন | ৪৯.৮৯৫ কেজি | ৪৭.১৭৩ কেজি |
বুকের মাপ | স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি | স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি |
দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
আবেদন করার নিয়ম
বিজিবি তে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে এসএমএস (SMS) এর মাধ্যমে। অবশ্যই এসএমএস করতে হবে টেলিটক প্রিপেইড সিম থেকে। চলুন তাহলে আবেদন করার নিয়ম দেখি।
ক) মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে নিচের মত করে টাইপ করে Send করুন 16222 নম্বরে।
BGB <স্পেস> HSC Passing Year <স্পেস> HSC Board Keyword <স্পেস> HSC Roll <স্পেস> SSC Passing Year <স্পেস> SSC Board Keyword <স্পেস>SSC Roll <স্পেস> Home District Code <স্পেস> Upazilla Name
উদাহারণঃ BGB 2020 BAR 654321 2018 BAR 654321 23 Barisal Sadar
খ) উল্লিখিত পদ্ধতিতে SMS সেন্ড করলে ফিরতি মাসেজ আপনাকে একটি PIN নম্বর দেওয়া হবে। PIN নম্বরটি ব্যবহার করে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আরেকটি SMS পাঠাতে হবে। এই SMS টির মাধ্যমে আবেদন ফি ১৫০/- টাকা কাটা হবে এবং আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হবে।
BGB <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> Contact Mobile Number
উদাহারণঃ BGB YES 987654 01xxxxxxxxx
শিক্ষা বোর্ডের কীওয়ার্ড ও জেলার কোড
শিক্ষা বোর্ডের কীওয়ার্ড ও জেলার কোড দেখুন নিচের ছবি থেকে। ছবিটি বি জি বি নিয়োগ সার্কুলার ২০২২ হতে Crop করে নেওয়া হয়েছে।
বিজিবি নতুন নিয়োগ সার্কুলার ২০২২
বিজিবি নতুন নিয়োগ সার্কুলার 2022 ডাউনলোড করে নিন এই সেকশন হতে-
বিজিবি নিয়োগ পরীক্ষা
নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা নেওয়া হবে ধাপে ধাপে। ধাপগুলো হলো-
- প্রাথমিক ডাক্তারী পরীক্ষা,
- লিখিত পরীক্ষা
- এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা।
প্রাথমিক ডাক্তারী পরীক্ষার সময় যে সব ডকুমেন্ট সংগে নিতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো।
- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাসের মূল সনদপত্র।
- স্কুল/কলেজ হতে প্রাপ্ত প্রশংসাপত্র। প্রশংসাপত্রে অবশ্যই প্রার্থীর ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে।
- পিতা-মাতার অনুমতি পত্র। পত্রটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
- নাগরিকত্বের সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি। ০১ কপি ছবি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে।
- পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
- সত্যায়িত ছায়াকপিসহ জাতীয় পরিচয় পত্রের মূলকপি।
- সঠিক তথ্য দিয়ে পূরণ করা বিজিবি আবেদন ফরম।
বিজিবি আবেদন ফরম
আবেদন ফরম ডাউনলোড লিঙ্কসহ নিচে দেওয়া হলো। PDF ফর্মে ডাউনলোড করে নিন। বিজিবি ফরম পূরণ করার জন্য আলাদাভাবে কোন নিয়ম নেই। ফরমটি প্রথমে ভাল করে একবার পড়ে নিন। যেখানে যে সব তথ্য চাওয়া হয়েছে তা দিয়ে পূরণ করুন। তবে মনে রাখতে হবে, কোন প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না।
সূত্রঃ বর্ডার গার্ড বাংলাদেশ
© Notice 24x7
[বিঃদ্রঃ আমাদের এই সরকারি/বেসরকারি চাকরির ওয়েবসাইটে সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে নিয়মিত প্রকাশ করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার ভাই বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।কিন্তু আপনাকে বিজ্ঞপ্তি দেখে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। আপনার যদি প্রতিদিন সকল প্রকার নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে আমাদের সাইট www.wikibangla.net নিয়মিত ভিজিট করুন অথবা ডাউনলোড করুন আমাদের অ্যাপ (ক্লিক)। আমাদের এই বিজ্ঞপ্তি গুলো আপনার আত্মিয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। এত তারাও উপকৃতহবে।]