বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Post Office Job Circular 2022

 


বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 PDF আকারে প্রকাশিত হয়েছে। ০২ টি নতুন বিজ্ঞপ্তি আজ ৩০ মার্চ ২০২২ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট www.bdpost.gov.bd-এ প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ১৮৯ (১৪ + ১৭৫) টি। ডাক বিভাগে চাকরি করতে আগ্রহী হলে আবেদন করতে পারেন আপনিও। আবেদন যোগ্যতা, আবেদন ফরম পূরণ পদ্ধতি এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। চলুন তাহলে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এর আলোকে বিস্তারিত ভাবে সকল তথ্য জেনে নেই। 

 

বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশে ডাক সরবরাহের কাজে নিয়োজিত একটি সরকারি মালিকাধীন সংস্থা হলো বাংলাদেশ ডাক বিভাগ। এ সংস্থার মূল নীতি হচ্ছে, “সেবাই আদর্শ“। এর প্রধান পরিষেবাগুলি হলো চিঠিপত্র, পোস্ট কার্ড, পার্সেল, নিউজ পেপার এবং সাময়িকী এবং বুক/প্যাকেট নির্ধারিত গন্তব্যে পৌঁছানো।

আজ ৩০ মার্চ ২০২২ তারিখে এই সংস্থার অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের ১৮৯ টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ০২ টি নিয়োগ সার্কুলার যথাযথ কর্তৃপক্ষ প্রকাশ করেছে। এই পোস্টে বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড লিঙ্কসহ পাবেন।


                                            এক নজরে ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ডাক বিভাগ
চাকরির ধরনসরকারি চাকরি
প্রকাশের তারিখ30 মার্চ ২০২২
শূন্যপদের সংখ্যা১৮৯ টি
মোট পদ১৩টি
শিক্ষাগত যোগ্যতানিচে অফিশিয়াল নোটিশে দেখুন
প্রকাশ সূত্রঅনলাইন
আবেদন করার শুরুর তারিখ০৪ এপ্রিল ২০২২
আবেদন করার শেষ তারিখ২৫ এপ্রিল ২০২২
অফিশিয়াল ওয়েবসাইটhttp://bdpost.gov.bd/
আবেদন করার মাধ্যমঅনলাইনে


শূন্যপদ সম্পর্কিত তথ্য

পদের নাম: পোস্টম্যান
পদ সংখ্যা: ৯০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: ফটোকপি অপারেটর (ব্লু প্রিন্টার)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: প্যাকার
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: মেইল ক্যারিয়ার
পদ সংখ্যা: ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: আর্মড গার্ড
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: নিরাপত্তা
পদ সংখ্যা: ০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

পদের নাম: গার্ডেনার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

পদের নাম: ড্রাইভার (ভারী)
পদ সংখ্যা: ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: গ্যাস মিস্ত্রি
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: মিডওয়াইফ
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: পেইন্টার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://pmgmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Apply Here Now

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন:….

ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আরোও পড়তে পারেন:


 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://pmgmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Apply Here Now

আবেদনের সময়সীমা

০৪ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা।

 

আবেদন যোগ্যতা

নাগরিকত্ব: বাংলাদেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাশ। তবে পরিচ্ছন্নতা কর্মী এবং গার্ডেনার (মালী) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণি পাশ।

বয়স: ১৫ জানুয়ারি ২০২২ তারিখে সাধারণ আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে প্রতিবন্ধী প্রার্থী এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

জেলা: সকল জেলার প্রার্থীগণ ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এ উল্লিখিত সকল পদের বিপরীতে আবেদন করতে পারবেন না। কোন পদের বিপরীতে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা জানতে উপরে দেওয়া সার্কুলার দেখুন।

 

আবেদন পদ্ধতি

অনলাইন Apply পদ্ধতি নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো। কিভাবে ডাক বিভাগের চাকরির আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা এই সেকশন থেকে জেনে নিন।

  1. আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রথমে আবেদন লিংক লিঙ্ক pmgmc.teletalk.com.bd ভিজিট করতে হবে।
  1. তারপর “Application Form”-এ ক্লিক করুন।
  1. এবার স্ক্রিনে প্রদর্শিত পেজে ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এ উল্লিখিত সকল পদের লিস্ট দেখতে পাবেন। আপনি যে পদের বিপরীতে আবেদন করতে ইচ্ছুক সে পদটি সিলেক্ট করুন। তারপর পেজের নিচের দিকে থেকে “Next” বাটনে ক্লিক করুন।
  2. আবেদন ফরমটি পেয়ে যাবেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করুন এবং সাবমিট করুন।

 

আবেদন ফি

১ম সার্কুলারে উল্লিখিত প্রথম ৩ টি পদের জন্য ১১২/- টাকা এবং বাকি সকল পদের জন্য ৫৬/- টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

আবেদন ফি জমা দিতে পারবেন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। আবেদন ফি জমাদান পদ্ধতি নিচে উল্লেখ করা হলো।

Online -এ আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী User ID সম্বলিত একটি Applicants Copy পাবেন। ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে, উক্ত User ID ব্যবহার করে নিম্নোক্ত প্রক্রিয়ায় মাত্র দু’টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন।• প্রথম SMS: ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন PMGMC <স্পেস> User ID এবং ম্যাসেজটি সেন্ড করুন 16222 নম্বরে।

একটি PIN নম্বর ফিরতি ম্যাসেজে পাবেন।

• দ্বিতীয় SMS: পুনরায় ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন PMGMC <স্পেস> Yes <স্পেস> PIN এবং ম্যাসেজটি সেন্ড করুন 16222 নম্বরে।

আপনার টেলিটক প্রিপেইড সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রেখে উপর্যুক্ত নিয়মে SMS দু’টি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। দ্বিতীয় SMS টি সঠিক ভাবে পাঠালে ফিরতি ম্যাসেজে একটি Password আপনাকে দেওয়া হবে। এটি সেভ করে রাখুন।

 

User ID/Password ভুলে গেলে করণীয়

কোন প্রার্থী যদি User ID অথবা Password ভুলে যান বা হারিয়ে ফেলেন তাহলে নিম্নোক্ত প্রক্রিয়ায় User ID/Password পুনরুদ্ধার করতে পারেন।

• যদি User ID জানা থাকে: ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন PMGMC <স্পেস> Help <স্পেস> User <স্পেস> User ID এবং ম্যাসেজটি সেন্ড করুন 16222 নম্বরে।

• যদি Password জানা থাকে: ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন PMGMC <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> Password এবং ম্যাসেজটি সেন্ড করুন 16222 নম্বরে।

উল্লেখ্য, যদি User ID এবং Password দুটোই হারিয়ে ফেলেন তাহলে পোস্টে উল্লিখিত ই-মেইল ব্যবহার করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।

  

ডাক বিভাগ প্রবেশপত্র ডাউনলোড

ডাক বিভাগ এর নতুন নোটিশ অনুসারে, প্রবেশ পত্র যখন এভাইলেবল হবে তখন যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এই pmgmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীদের এডমিট ডাউনলোডের বিষয়টি জানানো হবে।

তবে যখন এডমিট কার্ড ডাউনলোডের জন্য এভাইলেবল হবে তখন যোগ্য প্রার্থীগণ উক্ত ওয়েবসাইট থেকে User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র Download করে নিতে পারবেন।

 

বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ পরীক্ষা

ডাক বিভাগে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও নির্বাচিতদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। সুতরাং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

 

হেল্পলাইন/যোগাযোগ

Online-এ আবেদন সম্পন্ন করতে কোনরুপ সমস্যা হলে কল করুন 121 নম্বরে। অবশ্যই কল করতে হবে TeleTalk সিম হতে। এছাড়াও ই-মেইলের মাধ্যমে সাপোর্ট নিতে পারেন। নিচে এড্রেস দেওয়া হলো। আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট।

• ই-মেইল: vas.query@teletalk.com.bd

• অফিসিয়াল ওয়েবসাইট: www.bdpost.gov.bd

 

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net