জাবি ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৮৮৯ টি। তথ্য অনুসারে, ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৬৩ জন ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহন করবেন।
আজকে আমরা জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন, যোগ্যতা, প্রশ্নের মানবন্টন, আসন সংখ্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২১-২০২২
টাইমলাইন |
আবেদন শুরুর তারিখ: আবেদনের শেষ তারিখ: প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: |
জাবি আবেদনের ন্যূনতম যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই ২০১৭ বা পরে এসএসসি / সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিট A- প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে 4.00 জিপিএ থাকতে হবে।
ইউনিট বি – প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 0.50 থাকতে হবে। বিজ্ঞান / কলা / বাণিজ্য / সমমানের শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করতে পারবে।
ইউনিট C- প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 0.50 থাকতে হবে। বিজ্ঞান / কলা / বাণিজ্য / সমমানের শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করতে পারবে।
ইউনিট সি 1 – এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় নাটক ও নাটক তত্ত্ব বিভাগের জন্য ন্যূনতম জিপিএ 3.25 এবং চারুকলা বিভাগের জন্য ন্যূনতম জিপিএ 3.50 প্রয়োজন।
ইউনিট ডি – প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 4.00 থাকতে হবে।
ইউনিট ই – এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 3.75 জিপিএ প্রয়োজন, এবং মানবিক এবং ব্যবসায় অধ্যয়ন এবং বিজ্ঞান গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ 4.00 প্রয়োজন।
ইউনিট এফ – প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে।
ইউনিট জি- প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে 00.00 জিপিএ থাকতে হবে।
ইউনিট – প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে 4.00 জিপিএ থাকতে হবে।
ইউনিট I – প্রার্থীদের আলাদাভাবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে।
জাবি মোট আসন 2021
ইউনিটের নাম ও মোট আসন
একটি ইউনিট – গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ 410
বি ইউনিট – সামাজিক বিজ্ঞান অনুষদ 326
সি ইউনিট – কলা ও মানবিক অনুষদ এন/এ
সি 1 ইউনিট – নাট্যকলা এবং চারুকলা বিভাগ এন/এ
ডি ইউনিট – জীববিজ্ঞান অনুষদ 320
ই ইউনিট- বিজনেস স্টাডিজ অনুষদ 200
এফ ইউনিট- আইন অনুষদ 60
জি ইউনিট – ব্যবসা প্রশাসনের প্রতিষ্ঠান 50
এইচ ইউনিট – তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট 56
I ইউনিট- বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট 30
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের জন্য juniv-admission.org ওয়েবসাইটে হোম পেজে ক্লিক করতে হবে।
- হোমপেজে থেকে নতুন আবেদন এ ক্লিক করতে হবে
- আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শিক্ষা বোর্ড হতে পাস করেছে তার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে
- আবেদনকারী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং ব্যক্তিগত তথ্য সমূহ দিলে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনযোগ্য ইউনিটসমূহের তালিকা দেখতে পাবেন
- এরপরে আবেদনকারীকে নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে। নিশ্চিত করুন বাটনে ক্লিক করার আগে অবশ্যই সকল তথ্য মিলিয়ে নিবেন।
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কে একইভাবে শিক্ষাবোর্ড হতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অপশনটি সিলেক্ট করতে হবে
জাবি মোবাইল নাম্বার যাচাই ও নিশ্চিতকরন
আবেদনকারীকে 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার প্রদান করতে হবে এবং নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনকারীর প্রদানকৃত নাম্বারে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে একটি পাসওয়ার্ড পাঠানো হবে। যে পাসওয়ার্ডটি পাঠানো হবে সেটি নির্ধারিত ঘরে পূরণ করে নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটি আবেদনকারীকে পরবর্তীতে আবেদনের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে।
মোবাইল নাম্বারটি সতর্কতার সাথে প্রদান করা জরুরি কেননা এই মোবাইল নাম্বারটি ভবিষ্যতে সকল প্রকার যোগাযোগের সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যবহৃত হবে
রিকভারি পাসওয়ার্ড
মোবাইল নাম্বার কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে ওয়েবসাইটে অনুসন্ধান ট্যাবে ক্লিক করে মোবাইল নাম্বার পুনরুদ্ধার অথবা পাসওয়ার্ড পুনরুদ্ধার সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করা সাপেক্ষে মোবাইল নাম্বার পুনরুদ্ধার করুন সাবমিট করুন এ ক্লিক করলে মোবাইল নাম্বার /পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন ফি প্রদান
নূন্যতম যোগ্যতা ও মোবাইল নাম্বার যাচাই সম্পন্ন হলে আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে তার ভেরিফাইড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে
পরবর্তী স্ক্রিনে আবেদনকারী প্রোফাইল এ আবেদন এর বর্তমান অবস্থা , ফি প্রদান হয়েছে কিনা, সংশ্লিষ্ট ইউনিটের আবেদন করতে কত টাকা লাগবে, ইউনিট ভিত্তিক ফি, বিস্তারিত তথ্য সহ ইউনিটভিত্তিক ফি প্রদান করেন অপশনসমূহ দেখতে পাবেন।
এরপরে আবেদনকারীদের একটিমাত্র প্রোফাইল থেকে লগইন করে একাধিক এটা আলাদা আলাদাভাবে ফি প্রদান করে আবেদন করতে পারবে।
ফি প্রদান করতে চাইলে সংশ্লিষ্ট ইউনিট এর পাশাপাশি”ফি প্রদান করুন”বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট ইউনিটের সি এর নিশ্চিতকরন অপশন দেখতে পাবেন।
তারপর সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা বাংলা অথবা ইংরেজি সতর্কতার সাথে নির্বাচন করতে হবে।
কোন তথ্য ভুল থাকলে যেকোনো সময়”বন্ধ করুন”বাটনে ক্লিক করে পূর্ববর্তী ঢাকায় ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে
নিশ্চিত করুন বাটনে ক্লিক করা মাত্র পরবর্তী স্ক্রিনে নগদ/বিকাশ/রকেট এর মাধ্যমে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন। আবেদনকারী যে মাধ্যমে ফি প্রদান করতে ইচ্ছুক, সেই আইকন সিলেক্ট করে”পেমেন্ট সম্পন্ন করুন” বাটনে ক্লিক করবেন।
কোন তথ্য ভুল থাকলে বন্ধ করুন বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করতে হবে
উল্লেখ্য যে প্রতি ইউনিটের জন্য আলাদাভাবে আবেদন ফি জমা দিতে হবে এবং একই অ্যাকাউন্ট থেকে ন্যূনতম তিন মিনিট বিরতি সাপেক্ষে একাধিক আবেদন ফি পরিশোধ করা যাবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানবন্টন ২০২১
ইউনিট এ মানবন্টন পদার্থবিজ্ঞান -২২ রসায়ন -২২ গণিত -২২ বাংলা-3 ইংরেজি-3 বিশ্লেষণ ক্ষমতা-8 |
ইউনিট বি মানবন্টন বাংলা -10 ইংরেজি -15 গণিত -15 সাধারণ জ্ঞান -25 বিশ্লেষণাত্মক ক্ষমতা -15
|
ইউনিট সি মানবন্টন বাংলা -15 ইংরেজি -15 অনুষদের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়ে 50 নম্বর বিতরণ করা হবে। ইতিহাস -10 দর্শন -10, প্রত্নতত্ত্ব -10 আন্তর্জাতিক সম্পর্ক -10 সাংবাদিকতা এবং মিডিয়া স্টাডিজ -10 |
ইউনিট C1মানবন্টন বাংলা -10 ইংরেজি -10 অনুষদের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়ে 60 নম্বর বিতরণ করা হবে নাটক এবং নাটকীয়তা -30 চারুকলা -30 |
ইউনিট ডি মানবন্টন বাংলা ও ইংরেজি – 8 রসায়ন – 24 উদ্ভিদবিদ্যা – 22 জীববিজ্ঞান – 22 বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আইকিউ -15 |
ইউনিট ই মানবন্টন কলা ও বাণিজ্যের জন্য বিজ্ঞানের জন্য বাংলা – 15 ইংরেজি- 30 গণিত – 15 সাধারণ জ্ঞান -20 বাংলা – 15 ইংরেজি- 30 গণিত – 15 অ্যাকাউন্টিং এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবস্থাপনা – 20 |
ইউনিট এফ মানবন্টন বাংলা – 25 ইংরেজি – 25 কারেন্ট অ্যাফেয়ার্স এবং আইকিউ – 30 |
ইউনিট জি মানবন্টন বাংলা – 5 ইংরেজি – 30 গাণিতিক দক্ষতা এবং IQ – 30 কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিশ্লেষণাত্মক – 10 ভাইভা – 5
|
ইউনিট এইচ মানবন্টন বাংলা- ৫ ইংরেজি- 15 গণিত – 40 পদার্থবিজ্ঞান – 20 |
ইউনিট I মানবন্টন বাংলা- ১৫ ইংরেজি – 15 আন্তর্জাতিক সাহিত্য- 10 সাধারণ জ্ঞান – 10 সংস্কৃতি- ৫ নৃবিজ্ঞান -5 প্রত্নতত্ত্ব – 5 বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ – ১০ ইতিহাস – 5 |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলোড
আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য পৃথক ভাবে”প্রবেশপত্র ডাউনলোড”কেরকম দেখতে পাবেন। এই অপশনটি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবেশপত্র ডাউনলোড এর সময়সূচী জানিয়ে দেওয়ার পূর্ব পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। পরবর্তীতে নিশ্চিত নির্দিষ্ট সময়ে ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিজের সংগ্রহে রাখতে হবে।
@একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরোক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে হবে
@প্রতিটি ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে
উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয় আবেদনকারীর সাথে যোগাযোগের যৌনতার ভেরিফাইড মোবাইলে কেবলমাত্র” JUniv Admsn ” হতেই সকল প্রকার ভর্তিসংক্রান্ত এসএমএস প্রদান করা হবে। যদি উক্ত ঠিকানা ছাড়া অন্য কোন ঠিকানা হতে আপনার মোবাইলে ভর্তি সংক্রান্ত কোনো প্রকার এসএমএস আছে তা দেখে বিচলিত হওয়ার প্রয়োজন নেই।
ভর্তি সংক্রান্ত কোনো সমস্যার জন্য নিচের অংশের হেলপ্লাইন অংশটি দেখতে পারেন। সেখানে ঠিকানা ইমেইল নাম্বার ফোন নাম্বার ইত্যাদির দেওয়া আছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সিট প্লান
পরীক্ষার তারিখ সময় ভবনের নাম কক্ষ নম্বর ইত্যাদি তথ্য সহ সিট প্লান এবং ভর্তি পরীক্ষার ফলাফল আবেদনকারীর মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারী এসব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও পাবে। আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনের এবং পরীক্ষার তারিখ সময় ভবনের নাম কক্ষ নম্বর ইত্যাদি সকল তথ্য পেয়ে যাবেন।
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে কমেন্ট -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন