জীবন বীমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 


জীবন বীমা কর্পোরেশনে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। উক্ত টিতে নারী-পুরুষ উভয়ই মোট  ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল

 

জীবন বীমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২


এক নজরে সকল তথ্যাবলী

·              সংস্থা: জীবন বীমা কর্পোরেশন (JBC)

·              বিজ্ঞপ্তি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ইং

·              ক্যাটাগরি: ১টি

·              শূন্যপদের সংখ্যা: ৫৯টি

·              চাকরির ধরণ: ফুলটাইম

·              আবেদন ফি: ৫৬০ টাকা

·              আবেদন মাধ্যম: অনলাইন

·              অনলাইনে আবেদন শুরু: ০৮ মে ২০২২ইং থেকে

·              আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২২ইং



আরো পড়ুন-

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ – অসামরিক পদে বিজিবি নিয়োগ সার্কুলার ২০২২
বিমান বাহিনী নিয়োগ সার্কুলার-২০২২


jiban bima Corporation job circular 2022

 

পদের নাম: সহকারী ম্যানেজার
পদ সংখ্যা: ৫৯টি

শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসা প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। (চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি, ৩ বছর মেয়াদী অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গন্য হবে।
গ্রেড:
বেতন: ২২,০০০-৫৩,০৬০/-

 

আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://jbc.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

 

আবেদন শুরুর সময়: ৮ মে ২০২২ইং
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২২ইং

 

Apply Click Here

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

 

jbc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

 

অনলাইনে আবেদন করার নিয়ম

1.         jbc.teletalk.com.bd ওয়েবসাইট Visit করুন।

2.         আবেদন করতে হলে এবার আপনাকে Application Form (apply now) এ ক্লিক করতে হবে।

3.         জীবন বীমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি এ উল্লিখিত পদটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

4.         No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

5.         জীবন বীমা কর্পোরেশনের চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

উপরে উল্লিখিত পদটির জন্য আবেদন ফি বাবদ ৫৬০ টাকা জমা দিবেন। ফি জমা দিবেন SMS এ। কিভাবে SMS করবেন? চলুন দেখি।

প্রথম SMS: jbc <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

দ্বিতীয় SMS: jbc <স্পেস> Yes  <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

 

বিজ্ঞপ্তি ডাউনলোড




 

সূত্রঃ জীবন বীমা কর্পোরেশন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url