২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদনের যোগ্যতা, পরীক্ষার ফি ও তারিখ সহ ভর্তির সার্কুলার দেখুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তথ্য (সার্কুলার) শিক্ষাবর্ষ ২০২১-২০২২
২০২১-২০২২ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির যোগ্যতা, অনলাইন আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
২০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ ও ভর্তি আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা ৩ জুন ২০২২ খ্রি. তারিখ হতে শুরু হবে।
ভর্তি আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০০/= (এক হাজার টাকা) টাকা।
ঢাবি ভর্তি আবেদন সহ ভর্তির সকল তথ্য পাওয়ার ঠিকানা: admission.eis.du.ac.bd
আরো জানুন:
বুয়েট ভর্তি পরীক্ষা ২০২২: ভর্তির যোগ্যতা ও পরীক্ষার সময়সূচী
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি (তারিখ)
ক, খ, গ, ঘ ও চ ইউনিটের ভর্তি আবেদন ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে। এসব ইউনিটের ভর্তি আবেদন করা যাবে ১০ মে ২০২২ খ্রি.. তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত।
ক, খ, গ, ঘ ও চ ইউনিটের ভর্তি ফি পরিশোধ করা যাবে ১০ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
ভর্তি ফি ১০০০/= (এক হাজার) টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা ৩ জুন থেকে শুরু হয়ে ১৭ জুন ২০২২ খ্রি. তারিখে শেষ হবে।
ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে।
কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জুন।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এর ভর্তি পরীক্ষা ১০ জুন অনুষ্ঠিত হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ জুন ।
সবশেষ ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাবি ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি যোগ্যতা ২০২২
২০২২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ১ বর্ষে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে? এবারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাবি ভর্তিতে জিপিএ কমিয়ে ভর্তির যোগ্যতা নির্ধারণ করেছে।
বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ৮ থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে।
মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ থাকতে হবে। এখানে দুই পরীক্ষায় আলাদাভাবে জিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে।
চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ৬ দশমিক ৫ থাকতে হবে।
এবিষয়ে আরো জানতে নিচের যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফি
২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১০০০/= (এক হাজার) টাকা।
এই টাকার মধ্যে ভর্তি ফি ৯৫৬ টাকা ৫০ পয়সা, অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ ১৩ টাকা ৫০ পয়সা।
চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী) যেকোনো শাখায় ফি জমা দেওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি সার্কুলার ২০২২ (PDF)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তির দাপ্তরিক (বিজ্ঞপ্তি) সার্কুলার প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি হতে ভর্তির যাবতীয় বিষয় সম্পর্কে জানা যাবে।
এছাড়া ইউনিট ভিত্তিক ভর্তি নির্দেশীকায় প্রতি ইউনিটের ভর্তির তথ্য আরো বিস্তারিতভাবে জানা যাবে। নিচের ভর্তি বিজ্ঞপ্তি হতে ভর্তি তথ্য জানুন। আর ইউনিট ভিত্তিক ভর্তি তথ্য জানতে নিচের অনুচ্ছেদ লিংকগুলোতে ক্লিক করুন।
ঢাবি ভর্তির ইউনিট ভিত্তিক ভর্তি নির্দেশিকা ২০২২ (ক, খ, গ, ঘ ও চ ইউনিট)
ঢাবির ইউনিট ভিত্তিক ভর্তি নির্দেশীকার পিডিএফ কপি সরাসরি দেখা যাবে নিচের লিংকগুলো থেকে। ভর্তির আবেদন থেকে শুরু করে ভর্তির সকল তথ্য এই ভর্তি নির্দেশীকায় স্পষ্ট করা হয়েছে।
ক-ইউনিটের ভর্তি নির্দেশিকা সংগ্রহ করুন এখান থেকে।
খ – ইউনিট ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে এখান থেকে।
গ-ইউনিট ভর্তি নির্দেশিকা সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
ঘ-ইউনিট ভর্তি নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।
চ-ইউনিট এর ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে এখানে।
২০২২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখতে পারেন। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২১-২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২১-২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ ২০২২
তথ্যসূত্র-