বিমান বাহিনী নিয়োগ সার্কুলার-২০২২

বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২


বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022: বাংলাদেশ বিমান বাহিনীতে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে বাংলাদেশী পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি/সমমান। বিমান বাহিনীতে যোগ দিতে আগ্রহী প্রার্থীরা ০৮-১৪ মে ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

 

 বিমান বাহিনী (এমওডিসি) নিয়োগ বিজ্ঞপ্তি -2022

এক নজরে সকল তথ্যাবলী


·              সংস্থা: বাংলাদেশ বিমান বাহিনী

·              বিজ্ঞপ্তি প্রকাশ: 

·              ক্যাটাগরি: 1

·              শূন্যপদের সংখ্যা: অনিদিষ্ট

·              চাকরির ধরণ: সরকারী

·              আবেদন ফি: ১৫০/-

·              আবেদন মাধ্যম: অনলাইন

·              অনলাইনে আবেদন শুরু: ৮ মে ২০২২ইং

·              আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২২ইং




আরো পড়ুন

 চলমান সকল সরকারি চাকরির খবর ২০২২

চলমান বেসরকারি চাকরির খবর ২০২২



job circular 2022

 

  • পদের নাম: এমওডিসি
  • প্রার্থীর ধরণ: পুরুষ প্রার্থী
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
  • জিপিএ: 2.00
  • বয়স: ১৬-২১ বছর, ০২ অক্টোবর ২০২২ তারিখে।
  • উচ্চতা: কমপক্ষে ৫’-
  • বুকের মাপ: স্বাভাবিক-৩০”, প্রসারণ-২
  • ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
  • চোখ: ৬/৬

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://joinairforce.baf.mil.bd/এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

 

আবেদন শুরুর সময়: ৮ মে ২০২২২ইং
আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২২ইং

Apply Click Here


আবেদন সংক্রান্ত সকল তথ্য

joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন ৮ মে  ২০২২ তারিখ সকাল ১০ ঘটিকা হতে। আবেদনের শেষ সময় হলো ১৪ মে ২০২২ তারিখ দুপুর ১২ ঘটিকা।

 

অনলাইনে আবেদন করার নিয়ম

1.           joinairforce.baf.mil.bd ওয়েবসাইট Visit করুন।

2.           আবেদন করতে হলে এবার আপনাকে MODC AIR (Click a View) এ ক্লিক করতে হবে।

3.           joinairforce.baf.mil.bd লগিন করে চাকরির আবেদন করতে পারবেন


 যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন




বিজ্ঞপ্তি ডাউনলোড



কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net