পানি সম্পদ মন্ত্রণালয় শূণ্য পদে পূরণের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত 27 ফেব্রুয়ারি 2022 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড সেকশনে প্রকাশ করা হয়। আজ আমরা এই পোস্টের মাধ্যমে এই চাকরি বিজ্ঞপ্তির আদ্যোপান্ত জানবো।
এক নজরে প্রয়োজনীয় তথ্যবলি
|
এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
পদ সংক্রান্ত তথ্যাবলী
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এ উল্লিখিত পদ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী নিম্নে তুলে ধরা হলো।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
শূন্যপদের সংখ্যা: ০২ টি;
বেতন স্কেল: ১১,০০০- ২৬,৫৯০/-টাকা;
গ্রেড: ১৩ম তম;
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি
আবেদন ফি: ১১২/-
২. পদের নাম: সাঁট-মুদ্রক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
শূন্যপদের সংখ্যা: ০১ টি;
বেতন স্কেল: ১১,০০০- ২৬,৫৯০/-টাকা;
গ্রেড: ১৩ম তম;
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি
আবেদন ফি: ১১২/-
৩. পদের নাম: অফিস সহায়ক
শূন্যপদের সংখ্যা: ০৫ টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-টাকা;
গ্রেড: ২০ম তম;
শিক্ষাগত যোগ্যতা:এস,এস,সি/সমমানের পরিক্ষা উত্তীর্ণ।
আবেদন ফি: ৫৬/-
উল্লেখ্য, পদভেদে সকল সাধারণ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন সংক্রান্ত তথ্যাবলী
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুযায়ী আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী নিম্নে দেওয়া হলো।
আবেদনের সময়সীমা
অনলাইনে পানি সম্পদ মন্ত্রণালয় আবেদন ফরম পূরণ করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে। অনলাইনে আবেদন ফরম পূরন ও জমাদানের শেষ তারিখ ২৯ মার্চ ২০২২ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা।
আবেদন পদ্ধতি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই mowr.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। চলুন ধাপে ধাপে জেনে নেই কিভাবে আবেদন করতে হবে।
- mowr.teletalk.com.bd এই লিঙ্ক ভিজিট করুন।
- “Current Circular” এ ক্লিক করুন।
- “Apply Now” অপশনে ক্লিক করুন।
- যে কোন একটি পদের নামের উপর ক্লিক করুন।
- “No” সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
- এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন এবং বিআইডব্লিউটিসি আবেদন ফরম পূরণ করে সাবমিট করুন।
উল্লেখ্য, বি আই ডব্লিউ টি সি নিয়োগ ২০২২ মতে, আবেদনপত্র পূরণকালে প্রার্থীর নিজের একটি ছবি এবং একটি স্বাক্ষরের ছবির দরকার হবে। যেখানে ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে ৩০০ x ৮০ পিক্সেল।
আবেদন ফি জমাদান পদ্ধতি
অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী যে Applicants Copy পাবেন তাতে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি দিতে হবে আবশ্যিকভাবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। আবেদন ফি জমা দিতে হবে অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে। অন্যথায়, আপনার আবেদনপত্র গৃহীত হবে না। চলুন আবেদন ফি মাত্র ০২ টি SMS করে কিভাবে পরিশোধ করবেন তা দেখ নেই।
- প্রথম SMS: ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন MOWR <স্পেস> User ID এবং SMS টি সেন্ড করুন 16222 নম্বরে।
- দ্বিতীয় SMS: পুনরায় ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন MOWR <স্পেস> Yes <স্পেস> PIN এবং SMS টি সেন্ড করুন 16222 নম্বরে।
MOWR নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এ উল্লিখিত উপরুক্ত নিয়মে SMS দুটি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। আপনাকে একটি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং একটি Password দেওয়া হবে। পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখুন।
পানি সম্পদ নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন