(৫ম ধাপ) আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার-২০২২

আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২ (সাধারণ আনসারে যোগ দিন)


বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। সাধারণ আনসার নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে ২৫ মার্চ ২০২২ তারিখে। নতুন এ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 27 মার্চ 2022 তারিখ হতে। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন ফরম পূরণ করার নিয়ম বিস্তারিত সহকারে জেনে নেই। সকল তথ্য বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ সার্কুলার ২০২২ হতে নেওয়া হয়েছে। 

 

আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২

আনসার বাহিনী নামে পরিচিত বাংলাদেশ আনসার একটি আধা সামরিক বাহিনী। এই বাহিনী বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়।

এই বাহিনীর গৌরবের বিষয় হলো, এটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেছিলো। এছাড়াও উইকিপেডিয়া (Wikipedia) মতে, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম দ্বন্দ্ব এবং সর্বশেষ ২০১৫ সালের বাংলাদেশ-আরাকান আর্মি সীমান্ত সংঘর্ষে বাংলাদেশ আনসার বাহিনী ভূমিকা রেখেছিলো।

যে সকল প্রার্থী এই বাহিনীতে নিযুক্ত হতে চান তাদের জন্য সুখবর! আনসার বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না।

এক নজরে সাধারণ আনসার নিয়োগ সার্কুলার

  • বাহিনী: বাংলাদেশ আনসার
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ২৫ মার্চ ২০২২
  • পদ: সাধারণ আনসার
  • শূন্যপদ সংখ্যা: নির্দিষ্ট নয়
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন স্কেল: ১৬,২০০ – ১৭,৪০০/- টাকা
  • আবেদন ফি: ২০০/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ২৭ মার্চ ২০২২
  • আবেদনের শেষ সময়: ০১ এপ্রিল ২০২২

 

আনসার ব্যাটালিয়ন আবেদন যোগ্যতা

বয়স: ২৭ মার্চ ২০২২ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম এবং ৩০ বছরের বেশী বয়সী কোন প্রার্থী আবেদন করতে পারবেন না।

বৈবাহিক অবস্থা: বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র জেএসসি (JSC) বা সমমান পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম):

  • উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি।
  • বুকের মাপ: ৩০/৩২ ইঞ্চি।
  • দৃষ্টিশক্তি: ৬/৬। 

আবেদনের সময়সীমা

Online -এ আবেদন করতে পারবেন ২৭ মার্চ ২০২২ তারিখ হতে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ০১ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।

 

আবেদন ফি

অফেরৎযোগ্য ২০০/- টাকা আবেদন ফি। আবেদন ফি দিতে হবে অনলাইন আবেদন করার সময়। চলুন আবেদন প্রক্রিয়া জেনে নেই।

 

অনলাইন আবেদন ফরম পূরণ

কিভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করবেন চলুন ধাপে ধাপে জেনে নেই। উল্লেখ্য, আবেদনের প্রতিটি ধাপে কিছু সতর্কতামূলক তথ্য দেওয়া হবে। সকল তথ্য পড়ে পরবর্তী ধাপে অগ্রসর হবেন।

১. প্রথমে এই ansarvdp.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।

২. “সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন” অপশন-এ ক্লিক করুন।

৩. “সাধারণ আনসার” অপশন-এ ক্লিক করুন।

 ৪. “আবেদন করুন” অপশন-এ ক্লিক করুন।

 ৫. এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করুন।


সাধারণ আনসার নিয়োগ সার্কুলার ২০২২

ব্যাটালিয়ন আনসার নিয়োগ ২০২২ সার্কুলার নিচে দেওয়া হলো। বিজ্ঞপ্তির লেখা অস্পষ্ট মনে হলে নিচের ডাউনলোড বাটন প্রেস করে ডাউনোলোড করে নিন।

 

 

প্রয়োজনীয় কাগজপত্র

যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের সময় যে সব কাগজপত্র সঙ্গে নিতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো।

  • শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র;
  • জাতীয় পরিচয় পত্রের মূল কপি;
  • চারিত্রিক সনদপত্রের মূল কপি;
  • Online রেজিস্ট্রেশন ডকুমেন্টের মূল কপি;
  • উপরে উল্লিখিত সকল ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি;
  • ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি।

এসব কাগজপত্র কার মাধ্যমে সত্যায়িত করবেন তা বিস্তারিত ভাবে দেখুন উপরে দেওয়া বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 থেকে।

 

প্রাথমিক বাছাইয়ের স্থান, তারিখ ও সময়

প্রাথমিক বাছাইয়ের স্থান, তারিখ ও সময় সংক্রান্ত বিভিন্ন তথ্য নিচের ছবি থেকে জেনে নিন। 

অন্যান্য তথ্য

প্রতিটি সরকারী চাকরির ক্ষেত্রেই কিছু না কিছু সুবিধা থাকে। যেমনঃ বেতন, ভাতা, রেশন ইত্যাদি। একিভাবে আনসার ব্যাটালিয়ন চাকরি ক্ষেত্রেও বেতন, ভাতা বা রেশনের মত অন্যান্য কিছু সুযোগ-সুবিধা রয়েছে। এসব সুযোগ-সুবিধা সংক্রান্ত বিস্তারিত এবং নির্ভুল তথ্য জানতে সকল আগ্রহী প্রার্থীকে উপরে দেওয়া সাধারন আনসার নিয়োগ ২০২২ দেখতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

 

হেল্পলাইন/যোগাযোগ

আবেদনপত্র দাখিল বা ফি পরিশোধ সংক্রান্ত যে কোন সমস্যার জন্য নিম্নে বর্ণিত নম্বরে কল করতে পারেন।

নম্বর #১: 01840197207

নম্বর #২: 01534726535

অফিসিয়াল ওয়েবসাইট: www.ansarvdp.gov.bd



কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net