পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Pororastro Montronaloy Niyog-2022

 




পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Pororastro Montronaloy Job Circular 2022) প্রকাশিত হয়েছে। নতুন জব সার্কুলার অনুযায়ী, শুধুমাত্র কম্পিউটার অপারেটর পদে ০৪ জন লোক রিক্রুট করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতে ইচ্ছুক সকল বাংলাদেশী নাগরিকদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা ও এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত সকল তথ্য পাবেন এই পোস্টের মাধ্যমে। সকল তথ্যের উৎস হল পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মন্ত্রণালয় হল পররাষ্ট্র মন্ত্রণালয় (Pororastro Montronaloy) যা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক তত্ত্বাবধান করে। ১৪ এপ্রিল ১৯৭১ সালে মন্ত্রণালয়টি গঠিত হয়। বর্তমানে আবুল কালাম আব্দুল মোমেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্বরত আছেন।

এই মন্ত্রণালয়ের ০৪ টি শূন্যপদ পূরণের লক্ষ্যে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়োগ কর্তৃপক্ষ প্রকাশ করেছে। কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারেন আপনিও।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী

  • সংস্থা: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ০৭ মার্চ ২০২২
  • ক্যাটাগরি: ০১ টি
  • শূন্যপদের সংখ্যা: ০৪ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন: নিচে দেখুন
  • আবেদন ফি: ১১২/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ১০ মার্চ ২০২২
  • আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২২


পররাষ্ট্র মন্ত্রণালয় জব সার্কুলার এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত তথ্য নিম্নে দেওয়া হলো-

পদের নাম: কম্পিউটার অপারেটর
শূন্যপদের সংখ্যা: ০৪ টি;
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা’
গ্রেড: ১৩ তম;
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী;
বয়স: ৩০ বৎসর।

 

আবেদন সংক্রান্ত সকল তথ্য

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ mofa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

বিবরণতারিখসময়
আবেদন শুরু১০ মার্চ ২০২২সকাল ১০ টা
আবেদন শেষ১০ এপ্রিল ২০২২বিকাল ০৫ টা

উক্ত সময়সীমার মধ্যে কিভাবে আবেদন করবেন তা পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুসারে নিচে দেখানো হয়েছে।

 

অনলাইনে আবেদন করার নিয়ম

  1. mofa.teletalk.com.bd লিঙ্ক ভিজিট করুন।
  2. এবার Application Form অপশনে ক্লিক করুন।
  3. Computer Operator [কম্পিউটার অপারেটর] সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  4. No নির্বাচন করে Next এ ক্লিক করুন।
  5. আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

আবেদন ফি বাবদ ১১২/- টাকা নিম্নোক্ত পদ্ধতিতে SMS এর মাধ্যমে জমা দিতে হবে।

প্রথম SMS: MOFA <স্পেস> User ID লিখে Send করুন 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: MOFA <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করুন 16222 নম্বরে।

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর User ID সম্বলিত একটি আবেদন কপি পাবেন। SMS করার সময় উক্ত User ID ব্যবহার করতে হবে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022

Pororastro Montronaloy Job Circular 2022 নিচে ডাউনলোড সহকারে দেওয়া হলো।


পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022

 

 


আরোও পড়ুন


 

নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র ডাউনলোড

সকল প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট mofa.teletalk.com.bd ও mofa.gov.bd এর মাধ্যমে নিয়োগ পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত তথ্য পাবেন। তবে আপনি প্রার্থমিকভাবে যোগ্য বিবেচিত হলে আপনাকে ক্ষুদে বার্তার মাধ্যমেও জানানো হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্রাদি




 

প্রয়োজনীয় কাগজপত্রাদি যা আপনাকে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো। এই লিস্টটি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ হতে নেওয়া হয়েছে।

  • সকল সনদ/প্রত্যায়ন/অনাপত্তিপত্রের মূল কপি;
  • Applicant’s copy;
  • কোন জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ স্বরুপ পৌরসভা/সিটি কর্পোরেশন/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ;
  • জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত);
  • এবং চারিত্রিক সনদ;

উল্লেখ্য, সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত কপিও দাখিল করতে হবে।

 

লিখিত ও মৌখিক পরীক্ষার সিলেবাস ও মানবন্টন

লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ৯০ মিনিট। ৪৫ নম্বর পেলে আপনি উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। চলুন লিখিত পরীক্ষার বিষয়াবলী ও মানবন্টন দেখে নেই।

বিষয়বিষয় ভিত্তিক নম্বর
বাংলা২০
ইংরেজি২০
গণিত২০
কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান৩০

সর্বমোট

৯০

মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষা নেওয়া হবে ১০ নম্বরের।

 

হেল্পলাইন/যোগাযোগ

Online এ আবেদন করতে কোন সমস্যা হলে Teletalk নম্বর থেকে 121 নম্বরে কল করতে পারেন। অথবা vas.query@teletalk.com.bd বা as.randt@mofa.gov.bd ই-মেইলে যোগাযোগ করতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইট: mofa.gov.bd


কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net