ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ । বিডিএস ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইট www.dghs.gov.bd -এ এবং dghs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিডিএস ভর্তি বিজ্ঞপ্তির বিষয়ে আরো বিস্তারিত জেনে নেই।
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
সকল সরকারী এবং বেসরকারী বিভিন্ন ডেন্টাল কলেজ/ইউনিট/ইনস্টিটিউট এ ২০২১-২২ শিক্ষা বর্ষে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে এবং নিম্নলিখিত শর্তাধীনে আহ্বান করা হচ্ছে।
ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের পূর্বে যেসব শর্তসমূহ জানতে হবে সেসব বিষয়ে নিয়ে এই লেখাটি সাজানো হয়েছে এবং সাথে বিভিন্ন ডেন্টাল কলেজ সম্পর্কিত বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ |
---|
|
ডেন্টাল কলেজে ভর্তির যোগ্যতা
- সকল দেশী এবং বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান ২টি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
- সকল উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এক্ষেত্রে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যােগ্য হবেন না।
- সকলের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান -এ ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।
ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন
বিষয় | মান |
জীববিজ্ঞান | ৩০ |
রসায়ন | ২৫ |
পদার্থ | ২০ |
ইংরেজী | ১৫ |
সাধারণ জ্ঞান – বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ | ১০ |
মোট নম্বর | ১০০ |
বিডিএস কোর্সে ভর্তির মেধা তালিকা প্রণয়ন
১/ লিখিত পরীক্ষায় (Written Exam) প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। এবং লিখিত পরীক্ষায় ৪০ বা এর কম নম্বরের কম প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। অকৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
২/ এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ; মােট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবেঃ
৩/ এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-১৫ গুণ= ৭৫ নম্বর (সর্বোচ্চ)।
৪/ এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)।
৫/ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট নম্বর (এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ + (যোগ) এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ + (যোগ) ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর) থেকে ০৫ নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বছরের সরকারী মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে মােট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর কর্তন করে মেধা তালিকায় তৈরি করা হবে।
৬/ লিখিত ভর্তি (Written Exam) পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৮ এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
বিভিন্ন ডেন্টাল কলেজের আসন সংখ্যা
কলেজ কোড | নাম | আসন সংখ্যা |
৭১ | চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ১১০ |
৭২ | ঢাকা ডেন্টাল কলেজ | ৬০ |
৭৮ | রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫৯ |
৮০ | শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫৬ |
৮২ | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
৭৬ | ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
৭৫ | এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
৮১ | শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
৭৯ | রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
বিডিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২২



আরও পড়ুন : ডেন্টাল ভর্তি আবেদন করার পূর্বে যা জানা জরুরী
ডেন্টাল ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড
Prepaid টেলিটকের মাধ্যমে ফিস জমা দিলে User ID ও Password পাওয়া যাবে। এটা উভয় মােবাইলেই আসবে। ফরম পূরনের সময় লেখা স্টার চিহ্নিত নম্বরটি যে কোন অপারেটরের মােবাইল হলে চলবে। এই User ID ও Password দিয়ে ১৭-০৪-২০২২ খ্রি:, রবিবার থেকে প্রবেশপত্র ডাউনলােড করা যাবে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন