আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২ (সাধারণ আনসারে যোগ দিন)

সাধারণ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - ApplyForJobs24
  • Post last modified:

বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। সাধারণ আনসার নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে। নতুন এ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 20 ফেব্রুয়ারি 2022 তারিখ হতে। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন ফরম পূরণ করার নিয়ম বিস্তারিত সহকারে জেনে নেই। সকল তথ্য বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ সার্কুলার ২০২২ হতে নেওয়া হয়েছে।

আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২

 আনসার বাহিনী নামে পরিচিত বাংলাদেশ আনসার একটি আধা সামরিক বাহিনী। এই বাহিনী বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়।

এই বাহিনীর গৌরবের বিষয় হলো, এটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেছিলো। এছাড়াও উইকিপেডিয়া (Wikipedia) মতে, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম দ্বন্দ্ব এবং সর্বশেষ ২০১৫ সালের বাংলাদেশ-আরাকান আর্মি সীমান্ত সংঘর্ষে বাংলাদেশ আনসার বাহিনী ভূমিকা রেখেছিলো।

যে সকল প্রার্থী এই বাহিনীতে নিযুক্ত হতে চান তাদের জন্য সুখবর! আনসার বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না।

 

এক নজরে সাধারণ আনসার নিয়োগ সার্কুলার
  • বাহিনী: বাংলাদেশ আনসার
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২
  • পদ: সাধারণ আনসার
  • শূন্যপদ সংখ্যা: নির্দিষ্ট নয়
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন স্কেল: ১৬,২০০ – ১৭,৪০০/- টাকা
  • আবেদন ফি: ২০০/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ২০ ফেব্রুয়ারি ২০২২
  • আবেদনের শেষ সময়: ০২ মার্চ ২০২২, রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত
  • নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতেঃ http://www.ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/c234e1ec_1a4b_4276_ac7d_1ed21eaff58e/2022-02-18-08-22-6fae9b116e1f611bc0b4f5d46d1fe56c.pdf
  • অনলাইন সময়সীমা বৃদ্ধি সংক্রান্তঃ http://www.ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/77bd75af_bd9c_402d_be72_071c6e0781dd/2022-02-27-13-56-20ba26388cb89c029ce77b36cf1d3227.pdf

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net