মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

 


সরকারী ও বেসরকারী মেডিকেল ভর্তি নোটিশ ও আবেদন যােগ্যতা ২০২১-২০২২।২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তর এর dghs.gov.bd  ও dgme.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আজকে আমরা মেডিকেল ভর্তির আবেদন যোগ্যতা , আবেদর প্রক্রিয়া ও অন্যান্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করব ।

⚠ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

 মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

প্রার্থীগন অনলাইনে মেডিকেল ভর্তি নীতিমালা ২০২২ অনুসারে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে এবারও ভর্তির আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-৯ নির্ধারণ করা হয়েছে ।

 গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী
  • আবেদন শুরু: ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • আবেদন শেষ: ১০ মার্চ ২০২২
  • ভর্তি পরিক্ষার ফি: ১০০০ টাকা
  • ভর্তি পরিক্ষার তারিখ: ০১ এপ্রিল ২০২২
  • প্রবেশপত্র ডাউনেলোডের শেষ তারিখ: ২৬-২৯ মার্চ ২০২২
  • অফিশিয়াল ওয়েবসাইট: dghs.gov.bd
  • আবেদন লিংক : dgme.teletalk.com.bd

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা

বাংলাদেশের নাগরিক শিক্ষার্থী যারা ইংরেজি ২০১৮ বা ২০১৯ সনে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ইংরেজি ২০২০ বা ২০২১ সনে এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির  আবেদন করার যােগ্য হবেন।  ২০১৮ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না।

সকল দেশী ও বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে । সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদনের যােগ্য হবেন না।

সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। 

মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন

১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়ের নাম নম্বর
জীববিজ্ঞান ৩০
রসায়ন ২৫
পদার্থ ২০
ইংরেজি ১৫
বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ১০
মোট নম্বর ১০০

নম্বর কর্তন

২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট | (Aggregated) নম্বর (এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ+এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ+ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর) থেকে ০৫ (পাচ) নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বৎসরের সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট-এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মােট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ (সাত দশমিক পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

পাশ নম্বর

লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।


জিপিএ- এর উপর নম্বর

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মােট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করাহবে :

ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ=৭৫ নম্বর (সর্বোচ্চ)

খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ=১২৫ নম্বর (সর্বোচ্চ)

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং  এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্তনম্বরের যােগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

মেডিকেল ভর্তি সার্কুলার ২০২২

Medical-ADmission-Circular-2022-1


Medical-ADmission-Circular-2022-2
Medical-ADmission-Circular-2022-3
Medical-ADmission-Circular-2022-4
Medical-ADmission-Circular-2022-5
Medical-ADmission-Circular-2022-7


আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২ (সাধারণ আনসারে যোগ দিন)

সাধারণ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - ApplyForJobs24
  • Post last modified:

বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। সাধারণ আনসার নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে। নতুন এ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 20 ফেব্রুয়ারি 2022 তারিখ হতে। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন ফরম পূরণ করার নিয়ম বিস্তারিত সহকারে জেনে নেই। সকল তথ্য বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ সার্কুলার ২০২২ হতে নেওয়া হয়েছে।

আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২

 আনসার বাহিনী নামে পরিচিত বাংলাদেশ আনসার একটি আধা সামরিক বাহিনী। এই বাহিনী বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়।

এই বাহিনীর গৌরবের বিষয় হলো, এটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেছিলো। এছাড়াও উইকিপেডিয়া (Wikipedia) মতে, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম দ্বন্দ্ব এবং সর্বশেষ ২০১৫ সালের বাংলাদেশ-আরাকান আর্মি সীমান্ত সংঘর্ষে বাংলাদেশ আনসার বাহিনী ভূমিকা রেখেছিলো।

যে সকল প্রার্থী এই বাহিনীতে নিযুক্ত হতে চান তাদের জন্য সুখবর! আনসার বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না।

 

এক নজরে সাধারণ আনসার নিয়োগ সার্কুলার
  • বাহিনী: বাংলাদেশ আনসার
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২
  • পদ: সাধারণ আনসার
  • শূন্যপদ সংখ্যা: নির্দিষ্ট নয়
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন স্কেল: ১৬,২০০ – ১৭,৪০০/- টাকা
  • আবেদন ফি: ২০০/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ২০ ফেব্রুয়ারি ২০২২
  • আবেদনের শেষ সময়: ০২ মার্চ ২০২২, রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত
  • নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতেঃ http://www.ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/c234e1ec_1a4b_4276_ac7d_1ed21eaff58e/2022-02-18-08-22-6fae9b116e1f611bc0b4f5d46d1fe56c.pdf
  • অনলাইন সময়সীমা বৃদ্ধি সংক্রান্তঃ http://www.ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/77bd75af_bd9c_402d_be72_071c6e0781dd/2022-02-27-13-56-20ba26388cb89c029ce77b36cf1d3227.pdf

বিমানবাহিনীতে আবেদনের সময় বাড়ল

 

বিমানবাহিনীতে আবেদনের সময় বাড়ল

বাংলাদেশ বিমানবাহিনীর ৮৬ বাফা কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন করার সময় বাড়ল। বাংলাদেশ বিমান বাহিনী তাদের ওয়েব সাইট ও মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করা যাবে ১০ এপ্রিল ২০২২ পর্যন্ত। এর আগে আবেদনের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি, ২০২২।

পদের নামঃ  অফিসার ক্যাডেট

পদের সংখ্যা : নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস। ও লেভেল পাস করলেও আবেদন করতে পারবেন।

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অবিবাহিত হতে হবে। ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ ২ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে জিডি (পি) ৬৪ ইঞ্চি, অন্যান্য ৬২ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ ২ ইঞ্চি। ওজন নির্ধারণ হবে বয়স ও উচ্চতা অনুসারে। চোখ কালার প্রটেকশন স্ট্যান্ডার্ড-১ অনুসারে  ৬/৬ হতে হবে।

বেতন সুযোগ সুবিধা : প্রশিক্ষণকালীন ভাতা মাসে ১০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে অন্যান্য ভাতা ও বাংলাদেশ বিমানবাহিনীর নীতিমালা অনুসারে সুবিধা প্রদান করা হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

© all rights reserved
made with by wikibangla.net