Last update
Loading...

দখলদার-বিরোধী বিক্ষোভ: ইহুদিবাদীদের গুলিতে ৪ ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী সেনাদের গুলিতে শহীদ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতে অন্তত চার ফিলিস্তিনি শহীদ ও ৪০ জন আহত হয়েছেন। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভ করতে গিয়ে এসব ফিলিস্তিনি শহীদ হলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এক বিবৃতিতে জানান, নাবিল আবু আকেল, আহমাদ রাশাদ আল-আসামনা, মুহাম্মাদ ইব্রাহিম আইয়ুব ও সা’দ আবুসে নামের যে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। এর মাঝে মুহাম্মাদ ইব্রাহিম আইয়ুবের বয়স ১৫ বছর। ফিলিস্তিনিদের প্রতিবাদ
আশরাফ কিদরা জানান, ইসরাইলি সেনাদের গুলি ও টিয়ারগ্যাসের শেলে আহত হয়েছেন ৪০ জন।
গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে ইসরাইল-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনের জাতীয় ভূমি দিবস উপলক্ষে গাজাবাসী ওইদিন থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে এবং আগামী ১৫ মে চলমান বিক্ষোভ শেষ হওয়ার কথা রয়েছে। ১৫ মে ফিলিস্তিনের নাকাব দিবস পালন করা হবে। ইসরাইলি সেনাদের মোকাবেলায় ফিলিস্তিনিদের প্রতিরোধ
৭০ বছর আগে ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধ ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা করা হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিরা নাকাবা দিবসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ১৯৪৮ সালের ওই দিনে অন্তত সাত লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে উদ্বাস্তু করে ইসরাইল প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে এসব উদ্বাস্তু ফিলিস্তিনিকে নিজেদের মাতৃভূমিতে ফিরতে দেয় নি ইসরাইল

0 comments:

Post a Comment