Last update
Loading...

বলিভিয়ায় উৎসবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮বলিভিয়ার অরুরো শহরের উৎসবে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ভাসমান এক দোকানির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ ঘটনায় আরও ৪০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের বিমানে ২৫০ কিলোমিটার দক্ষিণে দেশটির প্রধান শহর লা পাজে নিয়ে যাওয়া হয়েছে।
এটিকে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ বলেছে স্থানীয় গণমাধ্যম।-খবর বিবিসি অনলাইন। দেশটির পুলিশপ্রধান রোমেল রানা বলেন, গ্যাস সিলিন্ডারটির সঙ্গে সংযুক্ত একটি রাবারের নলে গরম তেল পড়লে সেটি পুড়ে যায়, তখন গ্যাস বের হয়ে বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রতি বছর কয়েক লাখ মানুষ অরুরো উৎসবে যোগ দেন। এই কার্নিভ্যালকে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে জাতিসংঘ। প্রতি বছর প্রায় ছয় হাজার নর্তকীসহ প্রায় সাড়ে চার লাখ মানুষ এই কার্নিভ্যালে অংশ নেন।

0 comments:

Post a Comment