Last update
Loading...

ধরা পড়ে গেলেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন অথচ তিনি জানেন না দেশের জাতীয় সঙ্গীত! এমন এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি আটলান্টায় জর্জিয়া ও অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ম্যাচের আগে বাজানো হয় জাতীয় সঙ্গীত। সেখানে গানের কথায় ঠোঁট মিলিয়েছিলেন উপস্থিত প্রায় সবাই। আয়োজকদের সাথে মাঠের মধ্যে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও গান গাইছিলেন; কিন্তু গানের কথা না জানায় সেই চেষ্টা যে তার সফল হচ্ছিল না, তা টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকের বুঝতে কষ্ট হয়নি। তার পাশে যারা দাঁড়িয়ে গানে সুর মেলাচ্ছিলেন, তারাও খুব কাছ থেকেই বুঝতে পারেন গানের কথা আদতেই জানেন না ডোনাল্ড ট্রাম্প। শুধু ঠোঁট মেলানোর চেষ্টা করছিলেন। ফলে ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, যার দায়িত্বে যুক্তরাষ্ট্রের ভাগ্য, তার কিনা দেশাত্মবোধের এমন হাল? কারো কারো মতে, ট্রাম্পের জাতীয় সঙ্গীত গাওয়ার এই নজির ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটিকে পাঠকের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলবে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত না জানার বিষয়টিকে ট্রাম্প কিভাবে সামাল দেবেন!

0 comments:

Post a Comment