Last update
Loading...

ঢাবিতে শিক্ষকের তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকাকে উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপকের কক্ষের তালা ভেঙে সেখান থেকে এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের এক নারী প্রভাষককে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কলাভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষক ও শিকিক্ষার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ করেছেন শিক্ষকের স্ত্রী। তিনি বেলা ২টায় মেয়েকে নিয়ে স্বামীর কক্ষের সামনে আসেন।
দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে কড়া নাড়তে থাকেন, প্রায় ১০ মিনিট পর ওই শিক্ষক বেরিয়ে কক্ষে তালা লাগিয়ে তাদের জোর করে সেখান থেকে সরিয়ে নেন বলে অভিযোগ স্ত্রীর। পরে সহকারী প্রক্টর আবু হোসেন মুহম্মদ আহসান বিকেল সাড়ে ৪টায় ওই কক্ষের দরজা ভেঙে ওই শিক্ষিকাকে বের করে আনেন। তিনি বলেন, ‘প্রক্টর স্যার জানিয়েছেন কলাভবনের একটি কক্ষে এক সহকর্মী আটকা পড়েছেন, উনাকে বের করে আনতে হবে। তাই এসেছি, তিনি রুমে আছেন।’ ওই শিকিক্ষার সাথে তার স্বামীর ‘অবৈধ সম্পর্কের’ কারণে তাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষকপত্নী। তার এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর আবু হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি দেখবে। আমার দায়িত্ব উনাকে বের নিয়ে যাওয়া।’ এ বিষয়ে বক্তব্যের জন্য ওই শিক্ষকের মোবাইলে বেশ কয়েকবার ফোন করে তা বন্ধ পাওয়া গেছে।

0 comments:

Post a Comment