Last update
Loading...

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘনকুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে  ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৩টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। ঘনকুয়াশার কারণে মাঝ পদ্মায় কুয়াশায় অবরুদ্ধ হয়েছিল দুটি ফেরি। এ ছাড়া পাটুরিয়াঘাটে ৭টি ও দৌলতদিয়াঘাটে ৬টি ফেরি নোঙর করে রাখা হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়াঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) খন্দকার মো. তানভির হোসেন। তিনি বলেন, বুধবার রাত থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘনকুয়াশা পড়তে থাকে। পরে রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়।

0 comments:

Post a Comment