Last update
Loading...

কাঁঠালবাড়ী ও শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে নৌদুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে।
এ কারণে নৌরুটে কাছের বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে রয়েছে। এদিকে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।

0 comments:

Post a Comment