Last update
Loading...

টুটুল-তানিয়া দম্পতির নতুন মিশন

নতুন মিশন নিয়ে যাত্রা শুরু করেছেন সঙ্গীতশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। সম্প্রতি ‘হাই ফইভ এন্টারটেইনমেন্ট’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন এ দম্পতি। গত শুক্রবার থেকে চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে। এ প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘দর্শকের বিনোদনের কথা ভেবেই আমরা এ চ্যানেলেটির কাজ শুরু করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দর্শককে বিনোদন দেয়া। চ্যানেলটি নিয়ে আমরা বেশ আশাবাদী।’ এসআই টুটুল বলেন, ‘এখন থেকে আমার নতুন গান এ চ্যানেলেই প্রকাশ পাবে। এছাড়া, আমাদের চ্যানেলে গানে ও অভিনয়ে নতুনদেরও সুযোগ দেয়া হবে। এর মাধ্যমে যাদের নিজেদের সামর্থ্য নেই কাজ করার তাদের পাশে থাকার চেষ্টা করব।
পাশাপাশি এটিও বলতে চাই এ চ্যানেলটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।’ উল্লেখ্য, নতুন পুরনো শিল্পীদের ওয়েব ড্রামা, বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান, নতুন গানের মিউজিক ভিডিও, নতুন শিল্পীদের মিউজিক ভিডিও, ড্রেস ডিজাইনের ওপর ভিত্তি করে ভিন্নধর্মী অনুষ্ঠানসহ আরও নানা ধরনের অনুষ্ঠানে এ ইউটিউব চ্যানেলে স্থান পাবে। এ দম্পতি বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলের প্রচার ও প্রসারের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন।

0 comments:

Post a Comment