Last update
Loading...

দীপিকার ফিটনেস ভিডিও ভাইরাল

বলিউড পেরিয়ে হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন দুই ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাড়–কোন। এর মধ্যে দীপিকা একদিকে যেমন অভিনয় করছেন বলিউডে, তেমনি একের পর এক প্রজেক্ট সাইন করছেন হলিউডে। সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’র শুটিংও শেষ করেছেন। অন্যদিকে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ইতিমধ্যেই ভাল ব্যবসা করেছে বিশ্বজুড়ে। তার পাশাপাশি ট্রিপল এক্সের পরবর্তী ছবিতে যে দেখা যাচ্ছে দীপিকাকে, তা জানিয়েছেন পরিচালক। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’-এ দীপিকার ফিটনেস ছিল চোখে পড়ার মতো। সবার নজর যে দীপিকার টোনড বডিতে আটকে গিয়েছিল তা বলাই বাহুল্য। তবে এই বডি পেতে কম কসরত করেন না এই অভিনেত্রী। আর সেই রহস্যই সম্প্রতি একটি ভিডিও আপলোডের মধ্য দিয়ে ফাঁস হলো। প্রতিদিন যোগাসনের পাশাপাশি বিভিন্ন রকমের স্কিল শিখেছেন তিনি। নিয়ম করে জিম করেন। পরের ছবিতে আরও চমক দিতে আপাতত ফিটনেস ট্রেনার ফারহান ঢাল্লার পরামর্শ নিচ্ছেন দীপিকা। সম্প্রতি দীপিকার ট্রেনিং সেশনের একটি ভিডিও আপলোড করেন তাঁর ফিটনেস ট্রেনার। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে হলিউডে টিকে থাকার জন্য প্রস্তুত দীপিকা।

0 comments:

Post a Comment