Last update
Loading...

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্ত্রী আর নেই

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্ত্রী হোসনে আরা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃত্যুকালে মরহুমা হোসনে আরার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শায়রুল জানান, হোসনে আরার মৃত্যুর সময় ইউনাইটেড হাসপাতালে তার শয্যা পাশে স্বামী আবদুর রহমান বিশ্বাস উপস্থিত ছিলেন। মরহুমার মৃত্যুর খবর পেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও এই হাসপাতালে যান। শায়রুল জানান, হোসনে আরা রহমানের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন মরহুমার রূহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হোসনে আরা রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বলে জানান শায়রুল কবির।

0 comments:

Post a Comment