Last update
Loading...

নিখোঁজ সেনা সদস্যের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিখোঁজ সেনা সদস্য আজিজুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকছড়ির ৫০ ফুট গভীরে মাটিচাপা থেকে তার মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। গত মঙ্গলবার মানিকছড়িতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে মাটি সরানোর সময় মাটিচাপা পড়ে নিখোঁজ হন সেনাবাহিনীর এই সদস্য। তিনি রাঙ্গামাটির মানিকছড়ি রিজিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ি মাদারীপুরে। ওই দিন পাহাড় ধসে সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য নিহত হন। নিহতরা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম। এছাড়া এ ঘটনায় মাটিচাপা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল আরও ১০ সেনা সদস্যকে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা সিএমইচে স্থানান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গত রোববার থেকে টানা দু'দিন প্রবল বর্ষণে মঙ্গলবার ভোররাত ৪টার পর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাহাড় ধসের ঘটনায় ৫ সেনা সদস্যসহ ১৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ ঘটনায় ওই সব জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

0 comments:

Post a Comment