Last update
Loading...

সৈয়দপুরে সড়কে প্রাণ হারালেন ২ জন

নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিকলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিরুল ইসলাম (৩৪) ও মামুনুর রশিদ (৩৫)। এদের বাড়ি পঞ্চগড় জেলায়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল বাকি জানান, ভোরে চিকলী এলাকায় রংপুর থেকে সৌয়দপুরগামী একটি ট্রাক ও বাসের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকামুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

0 comments:

Post a Comment