Last update
Loading...

লতিফুর রহমানের শ্রদ্ধায় আধাবেলা বসছেন না সুপ্রিম কোর্টের উভয় বিভাগ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ আধাবেলা বন্ধ থাকছে। একই সঙ্গে আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাবেক এই প্রধান বিচারপতির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা ১১টার পর আপিল বিভাগ ও দুপুরের পর হাইকোর্ট বিভাগে বিচার কাজ হচ্ছে না। একইভাবে চলবে না চেম্বার আদালতের কার্যক্রমও বন্ধ থাকছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান রাজধানীর শমরিতা হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

0 comments:

Post a Comment