Last update
Loading...

ছেলেকি কার?

ছাগলনাইয়া পৌরসভার কলেজ রোডে শুক্রবার দুপুরে মারুপ আহম্মেদ বিশাল (১০) নামের একটি ছেলে পাওয়া গেছে। বর্তমানে সে ছাগলনাইয়া থানার পুলিশ হেফাজতে রয়েছে। জানা গেছে, গতকাল দুপুরে ছাগলনাইয়া সরকারি কলেজ রোডের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মারুপ আহম্মদ বিশাল নামে ওই ছেলেটিকে স্থানীয়রা কাঁদতে দেখেন। ছেলেটি তার নাম মারুপ আহম্মদ বিশাল, বাবার নাম নয়ন, ছোট ভাইয়ের নাম আকাশ, গ্রাম টেকেরঘাট, শারপিন, সুনামগঞ্জ বলে জানায়। তার বাবা নেই। সৎ মা কাজল তাকে বেড়ানোর কথা বলে বৃহস্পতিবার ছাগলনাইয়া জমাদ্দার বাজারে রেখে পালিয়ে যায় বলে সে জানায়। তার মামা ব্র্যাক অফিসে চাকুরি করেন (তার গায়েও ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ লেখা নীল রঙের শার্ট রয়েছে। এই রঙের একটি জিন্সের প্যান্টও ছেলেটির পরনে রয়েছে। গায়ের রঙ কালো। ছেলেটি কিছুটা মানসিক প্রতিবন্ধি বলে স্থানীয়দের অভিমত। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ছেলেটিকে উদ্ধার করে তাদের জিম্মায় নিয়েছেন। তার সন্ধান জানতে ০১৭১৩৩৭৩৭৮২, ০১৮৮২৯২৪৪৪৪ ছাগলনাইয়া থানায় যোগাযোগ করা যেতে পারে। ছাগলনাইয়া থানার ওসি তদন্ত আবুল খায়ের শেখ জানান, ছেলেটির ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসের সাথে যোগাযোগ করা হচ্ছে।

0 comments:

Post a Comment