Last update
Loading...

মুখের ভেতর ঘা

মুখের ভেতর ঘা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার উপসর্গ হিসেবে দেখা যায়। অ্যাপথাস আলসার মুখের ভেতর ছোট ছোট হলুদ রঙের ঘা, যার চারপাশে লাল প্রদাহ থাকে ও প্রচণ্ড ব্যথা করে। তাই অ্যাপথাস আলসার যে কোনো পেশাজীবী বা যে কোনো বয়সী ব্যক্তিদের হতে পারে, তবে মানসিক চাপে এই সমস্যা বেড়ে যায়। ভিটামিন-বি, ফলিক এসিড ও আয়রনের অভাবে এটি হয়ে থাকে।
ভিটামিনের অভাবে ঘা : ভিটামিন বি-কমপ্লেক্স, সি, ডি এবং আয়রনের স্বল্পাতায় কারো কারো মুখের ভেতর ঘা হয়ে থাকে।
অটো ইমিউন : শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন এর বিরুদ্ধে কাজ করে তখনও মুখের ভেতর ঘা হতে পারে।
ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়া : কোনো ওষুধের সাইডইফেক্টে ঘা হলে সেই ওষুধ খাওয়া বন্ধ করে দিলে রোগী সুস্থ হন।
রক্তঘটিত সমস্যা : রক্তস্বল্পতা, বিভিন্ন রক্ত কণিকার অভাব, এমনকি রক্তের ক্যান্সার বা লিউকেনিয়া থেকে মুখে ঘা হয়।
হরমোনের মাত্রার তারতম্য : এ অবস্থায় দাঁত, মাড়ি ও জিহ্বার বিভিন্ন সমস্যার পাশাপাশি মুখে ঘা হয়।
ডায়াবেটিক রোগী : এ রোগীদের মুখে প্রায়ই ঘা হতে দেয়া যায়।
মুখের ক্যান্সার : ক্যান্সার প্রাথমিক অবস্থায় ছোট একটি ঘা বা ফোলার মতো থাকে। পরবর্তীকালে এ ঘা থেকে রক্ত পড়ে ও গলায় প্রচণ্ড ব্যথা হয়। তাই ঘা যে কোনো কারণেই হোক না কেন তার চিকিৎসা নিতে হবে।
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ইমপালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকা।
মোবাইল : ০১৭১৫০১৬৭২৭।

0 comments:

Post a Comment