Last update
Loading...

ইনস্টাগ্রামে ঝড় তুললেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা

বলিউডের এ সময়ের কোনো হট নায়িকা নয়, এবার দারুণ খোলামেলাভাবে নিজেকে মেলে ধরলেন একজন নায়কের সহধর্মীনী। তিনি ‘মুন্না ভাই’ খ্যাত সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা। তার সুইমস্যুট পরা ছবিতে এখন কাঁপছে সোশ্যাল সাইট ইনস্টাগ্রাম। সম্প্রতি সপরিবারে ইউরোপ ঘুরতে গিয়েছিলেন সঞ্জয় দত্ত ও স্ত্রী মান্যতা। সঙ্গে ছিল কন্যা ইকরা ও ছেলে শাহরান। সেখান থেকেই ইনস্টাগ্রামে একের পর এক ছবি শেয়ার করে ঝড় তুলে দিয়েছেন একসময়ের অভিনেত্রী মান্যতা। দুই সন্তানের মা হয়ে যেভাবে তিনি নিজের সৌন্দর্য্য ধরে রেখেছেন, তাতে অবাক না হয়ে পারা যায় না। নীল স্যুইমস্যুটে  অত্যন্ত আকর্ষণীয় তিনি। ছবিতে দেখা গেছে মান্যতার পরনে রয়্যাল ব্লু স্যুইম স্যুট। সেক্সি আউটফিটে তিনি যথেষ্ট মানানসই ও আত্মবিশ্বাসী। বেশ কিছু ছবিতে তার সঙ্গে সঞ্জয় দত্ত এবং দুই সন্তানকে দেখা গেছে। সম্প্রতি ‘পার্চড’ খ্যাত অভিনেত্রী রাধিকা আপ্তের বিকিনি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়। এবার তা ছাপিয়ে যেন সব আকর্ষণ কেড়ে নিয়েছেন মান্যতা দত্ত।

0 comments:

Post a Comment