Last update
Loading...

পাহাড় ধসে নিহত সেনা সদস্যদের মরদেহ ঢাকায়

রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কার্যক্রমের সময় নিহত চার সেনা সদস্যের মরদেহ ঢাকায় আনা হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে তাদের মরদেহ ঢাকায় আনা হয়। নিহতরা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম। প্রসঙ্গত, প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় মঙ্গলবার রাঙ্গামাটির মানিকছড়িতে উদ্ধার অভিযানে যায় সেনাবাহিনী। এসময় সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর সময় পাহাড়ের মাটিচাপা পড়েন বেশ কয়েকজন সদস্য। এতে চারজন নিহত হন। এখনো নিখোঁজ রয়েছেন মো. আজিজুর রহমান নামে এক সেনা সদস্য। এছাড়া এ ঘটনায় ১০ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে মঙ্গলবার হেলিকপ্টারযোগে ঢাকা এনে সিএমএইচে ভর্তি করা হয়েছে। টানা বর্ষণে মঙ্গলবার ভোররাত ৪টার পর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাহাড় ধসে রাঙ্গামাটিতে ১০১, চট্টগ্রামে ২৭, বান্দরবানে ৬ ও খাগড়াছড়িতে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আজ কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে পাহাড় ধসে ও পাহাড়ি ঢলে নতুন করে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ ঘটনায় ওই সব জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

0 comments:

Post a Comment