Last update
Loading...

ভালুকায় ট্রাক খাদে পড়ে এক ব্যক্তি নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাক খাদে পড়ে অজ্ঞাত এক পুরুষ (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনা সময় ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় জানা যায়নি। ভালুকা মডেল থানার এসআই জহুরুল ইসলাম জানান, ভোরে ঢাকাগামী একটি ট্রাক ভালুকা ডিগ্রি কলেজ এলাকায় দুর্ঘটনা ঘটলে অজ্ঞাত ব্যক্তি মারা যান। তার পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। তবে নিহতের শার্টের পকেট থেকে এক টুকরো কাগজ উদ্ধার করেছে সেখানে দুলাল মিয়া নামে এক ব্যক্তির নাম লিখা রয়েছে।

0 comments:

Post a Comment