Last update
Loading...

দুমকিতে যুবককে গলাকেটে হত্যাপটুয়াখালীর দুমকিতে ফোরকান মোল্লা (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফোরকান ওই গ্রামের বারেক মোল্লার ছেলে। দুমকী থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানান, রাতে লেবুখালি বটতলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন ফোরকান। পথে ওই এলাকায় দুর্বৃত্তরা তাকে গলকেটে হত্যা করে লাশ ইটভাটার বালুর মাঠে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

0 comments:

Post a Comment