Last update
Loading...

মম’র ঈদ ব্যস্ততা

টিভি নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ জাকিয়া বারী মম। চলচ্চিত্রের ব্যস্ততা নেই এখন। তাই নাটকেই সময় দিচ্ছেন তিনি। এবার ঈদের নাটকে বেশ কিছু চমক থাকছে এ তারকার। এর মধ্যে প্রথমবারের মতো নোবেলের সঙ্গে ‘প্রতিশোধ’ নামে একটি টেলিফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। রিয়াজুল আলম শাওনের রচনায় এটি নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। এছাড়াও ঈদ উপলক্ষে নির্মিত ‘আয়নাবাজি’ ছবির অরিজিনাল সিরিজের ‘শেষটা একটু অন্যরকম’ নামের এক পর্বের নায়িকা হিসেবে রয়েছেন মম। এটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। মূলত আয়নাবাজি ছবির প্রেক্ষাপট থেকে এ নাটকটি নির্মিত হয়েছে। মিজানুর রহমান আরিয়ানের ঈদের নাটক ‘হাতে রেখে হাত’-এ অভিনয় করেছেন এ অভিনেত্রী।
এতে তার বিপরীতে রয়েছেন অপূর্ব। এর বাইরেও একাধিক নাটকের মোশাররফ করিম, এফএস নাঈম ও ইন্তেখাব দিনারের বিপরীতেও বেশ কয়েকটি নাটকে শুটিং করছেন মম। কিছু নাটকের শুটিং শুরু হয়নি এখনও। তাই ঈদের আগের রাত পর্যন্ত শুটিং করা লাগতেও পারে বলে জানালেন তিনি। নিজের ব্যস্ততা ও নাটক প্রসঙ্গে মম বলেন, ‘প্রতি ঈদেই নাটকের শুটিংয়ের চাপ থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে সংখ্যা বেশি হলেও নাটকের মানের সঙ্গে কম্প্রোমাইজ করছি না। গল্প পছন্দ হলেই অভিনয় করছি। প্রতিটি নাটকেই আলাদা মমকে দেখতে পাবেন দর্শক।’ ঈদের নাটকের পাশাপাশি আড্ডাবিষয়ক একাধিক অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যাবে তাকে।

0 comments:

Post a Comment