Last update
Loading...

আত্মীয়ের বাসার ফ্লোরে রাত কাটালেন মওদুদ

বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর এক আত্মীয়ের বাসার ফ্লোরে রাত কাটিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গুলশানের ৫৪ নম্বর সড়কের ৫১ নম্বরে অবস্থিত তার নিকটাত্মীয়ের বাসাটি অবস্থিত। বুধবার রাতে দুই কর্মচারীও তার সঙ্গে ছিলেন। ওই বাসায় তিনি সেহরি খান এবং রোজা রাখেন। বর্তমানে স্ত্রী হাসনা জে আহমদ লন্ডনে অবস্থান করছেন।
বুধবার মধ্যরাতে মওদুদের একান্ত সহকারী মামুনূর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। সুজন জানান, ‘তাৎক্ষণিকভাবে স্যারের জন্য গুলশান-২ এ তার এক নিকটাত্মীয়ের খালি বাসা রাতযাপনের জন্য বেছে নেয়া হয়েছে। এদিকে মওদুদের বাসার মালামাল তোলা হয়েছে স্ত্রী হাসনা জে আহমদের গুলশানের ৮৪ নম্বর সড়কের ৫৪ নম্বর ফ্ল্যাটে। জানা গেছে, এ বাসাতেই মওদুদ আহমদ স্থায়ীভাবে বসবাস করবেন।

0 comments:

Post a Comment