Last update
Loading...

প্রথমবার একসঙ্গে দুই বন্ধু

বাংলা গানের দুই জনপ্রিয় শিল্পী হৃদয় খান ও মিলা। দু’জনই বেশ ভালো বন্ধু তারা। এর আগে দু’জনকে একমঞ্চে দেখা গেলেও একসঙ্গে কোনো ছবির গানে কণ্ঠ দিতে দেখা যায়নি। এবার সে শূন্যস্থান পূরণ হল। সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ ছবির একটি গানে একসঙ্গে প্লেব্যাক করলেন এ দুই তারকা শিল্পী। গানটির শিরোনাম ‘বেয়াড়া প্রেম’। এর কথা লিখেছেন এসএ হক অলীক। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান নিজেই। গানটি প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা মিলার সঙ্গে গান করব। কিন্তু নানা কারণে হয়ে উঠছিল না। এ ছবির বরাতে এবার সে ইচ্ছে পূরণ হল। এটা সবার জন্য আমাদের একটা বড় চমক। আশা করি দর্শক শ্রোতারা গানটি উপভোগ করবেন।’ মিলা বলেন, ‘বিয়ের পর এটাই আমার প্রথম কাজ। এছাড়াও আমার প্রিয় বন্ধু হৃদয়ের সঙ্গেও এটা প্রথম গান। সব মিলিয়ে ভালো কিছু হবে বলেই আমার বিশ্বাস।’ মনে রেখো ছবিতে অভিনয় করছেন কলকতার বনি সেনগুপ্ত ও বাংলদেশের মাহিয়া মাহি। ছবিটি ঈদের আসার কথা থাকলেও শুটিং জটিলতার কারণে মুক্তি পিছিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে মিলার সলো অ্যালবামের জন্য একটি গান তৈরি করেছিলেন হৃদয় খান। গানটির শিরোনাম ‘ফিরে আয়। কিন্তু গানটি শ্রোতাদের কাছে খুব একটা সাড়া জাগায়নি। সম্প্রতি ‘বেয়াড়া প্রেম’ গান তৈরি না হলেও গানটির ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম পোস্ট করেছেন হৃদয় খান। এতে দর্শক শ্রোতাদের বাহ্বা পাচ্ছেন দুই বন্ধু।

0 comments:

Post a Comment