Last update
Loading...

শিবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার রাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি ও চকশ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের কলিমুদ্দিনের মেয়ে ময়না খাতুন (৩৫) ও চকশ্রীরামপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন (১৭)। দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, রাতে ঝড়ের সময় ময়না, ইসমাইল ও ইসমাইলের চাচা বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ময়না ও ইসমাইল নিহত হয় এবং চাচা সাজিরুদ্দিন ও ময়নার শিশু কন্যা ফতেনুর (৭) আহত হয়।

0 comments:

Post a Comment