Last update
Loading...

তামিমের ওপর কড়া নজর পাকিস্তানের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। বার্মিংহামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। প্রস্তুতি ম্যাচটিকে সামনে রেখে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রেখেছে দুই দলই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক সরফরাজ আহমেদ জানান, বাংলাদেশকে নিয়ে তার দলের সতর্ক অবস্থানের কথা।
প্রস্তুতি ম্যাচ দুই দলকেই মূলপর্বে সাহায্য করবে জানিয়ে সরফরাজ বলেন, ‘বাংলাদেশ ছুটোছুটির মধ্যে আছে এবং গত এক-দেড় বছর ধরে নিয়মিত খেলছে। ভালো প্রস্তুতি নেয়ার জন্য দুটি দলেরই এটা (প্রস্তুতি ম্যাচ) ভালো একটি সুযোগ।’ সরফরাজের মতে, দুই দলই ম্যাচে জয় পেতে চাইবে। আর এজন্য বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে তার দল। এসময় বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের ব্যাপারেও তাদের তীক্ষ্ণ দৃষ্টির কথা জানান তিনি।

0 comments:

Post a Comment