Last update
Loading...

বৃষ্টির বাধায় অনুশীলন হয়নি বাংলাদেশের

আয়ারল্যান্ডে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ড ও আইরিশদের দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টির বাধায় পড়েছিল। প্রায় প্রতিদিনই সেখানে বৃষ্টি হচ্ছে। কাল একই কারণে বাংলাদেশ অনুশীলনের জন্য মাঠেই নামতে পারেনি। সোমবার লম্বা সময় শুধু জিম করেই বাংলাদেশ দলের অনুশীলন পর্ব শেষ হয়।
আগমীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আয়ারল্যান্ডে দলের সঙ্গে থাকা বিসিবির অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খান জানান, ‘বৃষ্টির কারণে মাঠের বাইরের স্কিল অনুশীলন বাতিল করা হয়েছে। তাই আজ (কাল) দীর্ঘ সময় জিম সেশনের পর আর কোনো অনুশীলন হয়নি।’ এদিন বাংলাদেশ ওয়স্টেমাসটাউন স্পোর্টস সেন্টারে জিম করেছে। আগামীকাল ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

0 comments:

Post a Comment