Last update
Loading...

ভিডিও কলে প্রবাসী স্বামীকে দেখিয়ে স্ত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও জিলা স্কুল বড়মাঠের পাশে ভাড়া বাসায় সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার রাত ১টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। দুই সন্তানের জননী সাবিনা এ আত্মহত্যার পুরো ঘটনা ভিডিও কলে সরাসরি দুবাই প্রবাসী স্বামীকে দেখান। শুক্রবার রাতে ভিডিও কলে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়ার জেরে আত্মহত্যার ঘটনা ঘটান তিনি। সাবিনা ইয়াসমিনের বাবা আবদুল কুদ্দুস এবং মা আয়েশা বেগম। তাদের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া এলাকায়। সাবিনার স্বামী শাহ নেওয়াজ দুবাই থাকেন। আত্মহত্যার সময় তাদের দুই শিশুসন্তান নানা-নানির কাছে ছিল।
শুক্রবার রাতে স্বামী শাহ নেওয়াজের সঙ্গে সরাসরি ভিডিও কলে পারিবারিক বিষয়ে তার ঝগড়া হয়। এরপর শনিবার গভীর রাতে স্বামীকে ভিডিও কলে দেখিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বামী শাহ নেওয়াজ বিষয়টি সাবিনার বাবা ও মাকে জানান। তারা সকালে রুহিয়া থেকে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় সাবিনার সন্তানরা তার নানার বাসায় ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সাবিনার বাবা আবদুল কুদ্দুস জানান, স্বামীর সঙ্গে ভিডিও কলে ঝগড়ার জেরে তার মেয়ে এভাবে আত্মহত্যা করেছে।

0 comments:

Post a Comment